মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের মহানগরের কাশিমপুরে কাঁচা বাজার এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যাগ ছিনতাই করার সময় পথচারী শাক বিক্রেতা জাহেদ আলী গুলিবিদ্ধ।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১০ টার সময় কাশিমপুর ভূমি অফিসের পাশে মিতু জুয়েলার্স এর মালিক শ্রীঃ শম্ভুদে কাঁচা বাজার করে বাড়ি ফেরার পথে একদল ছিনতাইকারী অস্ত্রের মুখে আটক করে তাকে স্বর্ণালঙ্কার ও টাকার ব্যাগ নিয়ে যাওয়ার পথে গুলি ছুড়ে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীর গুলিতে জাহেদ আলী (৬০) নামক শাক বিক্রেতা আহত হয়।
আহত জাহেদ আলী শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল এর বাসিন্দা বলে জানা যায় ।
স্বর্ণ ব্যবসায়ী সম্বুদে জানায়, ছিনতাইকারীরা অস্ত্র ও হেলমেট পরিহিত অবস্থায় তিনটি হোন্ডা নিয়ে ছয় জন চারদিক থেকে ঘিরে তার কাছে থাকা স্বর্ণের বেগ কেড়ে নেয়ার চেষ্টা করে । যেখানে প্রায় ২০ ভরি স্বর্ণ ও নগদ ২ লক্ষ টাকা ছিলো। আমি সেই ব্যাগ দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা আমাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে সেইগুলি গিয়ে পথচারী এক শাক বিক্রেতাকে গিয়ে লাগে এবং আমার পাশে থাকা আমার সেলোক আমাকে ব্যাগটা দিয়ে দিতে বলে। পরে আমি প্রাণের ভয়ে ব্যাগটা আমার হাত থেকে ছেড়ে দিতে বাধ্য হই। ইতিপুর্বেও তিনবার তার কাছ থেকে স্বর্ণালংকার চুরি হয়েছে। আমি এসব ছিন্তাই কারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ঘটনাস্থলের তানিজিনা টি স্টোরের চা বিক্রেতা নূর নেছা, জানায় শাক বিক্রেতা জাহেদ আলী আমার দোকানে এসে একটা চা ও একটা রুটি অর্ডার দেয় যখনই জাহেদ আলী রুটি নিতে গিয়েছে আমার সামনে তখনই গুলিটা করেছে গুলি এসে জাহেদ আলীর পেটে লাগে। নূর নেছা আরো জানায় জাহেদ আলীকে যদি গুলি না লাগতো গুলিটা এসে আমার বুকে লাগতো আমরা এসব ছিন্তাই কারীদের হাত থেকে বাঁচতে চাই। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ ধরনের পরিস্থিতিতে সঠিক তদন্ত ও সুষ্ট বিচার চায় সেই সম্বুদে অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীরা। অস্ত্র উদ্ধারের চলমান যৌথ অভিযান থাকলেও কাশিমপুরে বেড়েই চলেছে চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনা। ডাকাতরা মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি করে নিয়ে যাচ্ছে স্বর্ণ ও নগদ টাকা। এমন সংবাদে আতঙ্কিত স্বর্ণ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ। এসব ডাকাত ও ছিনতাইকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাইদুল হাসান জাহিদ জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া বলে জানায় তিনি।