নিজস্ব প্রতিনিধি
আশুলিয়া থানায় একজন সহজ সরল ব্যাক্তিকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন ও হুমকির দিয়ে যাচ্ছেন মর্মে সাধারণ ডায়েরি জিডি করেছেন।হুমকি দাঁতার একাধিক মোবাইল নং চিহিন্নীত করে জোবায়ের নামক এক ব্যাক্তি গত ১৩/০৯/২০২৪ আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত সাধারণ ডায়েরি জিডি করেছেন। যাহার জিডি নং(১৪৪১) জিডি টি তদন্ত পর্যবেক্ষণ পূর্বক মামলা রুজু করতে আশুলিয়া থানা পুলিশের কাছে বিশেষ অনুরোধ করেছেন জোবায়ের।সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তিনি বলেন সুলতান বাহাই নামক ব্যাক্তি ভালো লোক নয় সে গুন্ডা প্রকৃতিক লোক।সে খুনি হাসিনার দোসর বলে মনে করি।আশুলিয়া থানায় তার নামে ছাত্র জনতা হত্যা সহ একাধিক হত্যা মামলা রয়েছে।বর্তমানে সে পলাতক রয়েছেন।তবে যে কোনো মুহুর্তে আমার ও আমার পরিবারের উপরে বড় ধরনের আঘাত আনতে পারে।আমি ও আমার পরিবারের জীবন নিয়ে আশঙ্কাজনক অবস্থায় আছি।গত কয়েকদিন পূর্বে ১১/০৯/২০২৪ রাত্র ১১ টা ৩০ মিনিটে আমার বন্ধু আবিদুর রহমান পাষান ও অপর বন্ধু জাকির হোসেন আমরা আশুলিয়া থানার বাইপাইলে থাকাকালীন সময়ে।আমার বন্ধুর আবিদুর রহমান পাষান নামক ফেইসবুক আইডিতে। সুলতান বাহাই নামক আইডি থেকে বিভিন্ন প্রকার অশ্লীল গালিগালাজ ও হুমকি প্রদান করছে।অজ্ঞাত ব্যাক্তি তার নাম পরিচয় গোপন রেখে তার ব্যবহৃত মোবাইল নং 01793768950 দিয়ে কল করে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে যাচ্ছে।আমি আইনের প্রতি সম্মান জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের দ্বারস্থ হয়ে জিডি করেছি। তদন্ত পর্যবেক্ষণ পূর্বক এই সমস্থ খুনি আাসমী সুলতানদের আইনের আওতায় আনতে প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করি।