বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে মোমেনা বেগম পাবলিক স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ আশুলিয়ায় গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ভ্রমণ, বিনোদনের স্থান, দৃষ্টিনন্দন পটুয়াখালী ভার্সিটি, ক্যাম্পাস দুমকী উপজেলায়, পীরতলা বাজার বণিক সমিতির নির্বাচন ২০২৫ কাশিমপুর জেলারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার কাশিমপুর চার নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করে পুলিশ সাংবাদিককে গালাগালি-হুমকির অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে, অডিও ফাঁস ৩০ কেজি গাঁজা ও ট্রাকসহ  মাদক কারবারি দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করে ডিবি। বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ ডিএমপি কমিশনারের সাথে ডিআরএসপি (DRSP) এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায় –ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

“খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায়”, বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি।

আজ শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে কল্যাণ ও ফোর্স বিভাগের আয়োজনে আন্তঃকোম্পানী ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আজকে অত্যন্ত মনোমুগ্ধকর ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি ফাইনাল ম্যাচ উপভোগ করেছি। আমরা চাই এমন খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক দক্ষতার আরো উন্নতি করতে। পুলিশকে নিত্যদিনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আজকে এই খেলার মাধ্যমে সেই যোগ্যতার প্রমাণ দিয়েছে ডিএমপির পুরুষ ফুটবল ও নারী ভলিবল দল।

ডিএমপি কমিশনার খেলাধুলার সাথে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, ফোর্সের শারীরিক দক্ষতা ও মনোবল বৃদ্ধির জন্য আরো বেশী বেশী খেলাধুলার আয়োজন করতে হবে। এ ধরনের আয়োজনে ফোর্সের মানসিক প্রফুল্লতা ও কর্মোদ্দীপনা বৃদ্ধি পাবে। তাই ভবিষ্যতেও খেলাধুলার এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২টি কোম্পানীর মধ্যে আন্তঃকোম্পানী ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার আয়োজন করে কল্যাণ ও ফোর্স বিভাগ। এই দলগুলোর মধ্যে চরম প্রতিযোগিতার মধ্য দিয়ে পুরুষ ফুটবলে ফাইনালে উঠে কল্যাণ ও ফোর্স বিভাগের সংরক্ষণ অফিস ও ৫ নং কোম্পানী। আর নারী ভলিবলে ফাইনালে উঠে হেডকোয়ার্টার্স কোম্পানী ও ২নং কোম্পানী।

আজ রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে পুরুষ ফুটবলে ১-০ গোলে ৫ নং কোম্পানীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কল্যাণ ও ফোর্স বিভাগের সংরক্ষণ অফিস।

অপরদিকে নারী ভলিবলে ২নং কোম্পানীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হেডকোয়ার্টার্স কোম্পানী।

ডিএমপি কমিশনার চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলকে শুভেচ্ছা জানান এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ ইসরাইল হাওলাদার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী; লজিস্টিকস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনি, পিপিএম; ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলম, রাজারবাগে কর্মরত কর্মকর্তাগণসহ খেলোয়াড় ও দর্শকগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৯ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৬ অপরাহ্ণ
  • ১৭:৫৭ অপরাহ্ণ
  • ১৯:১১ অপরাহ্ণ
  • ৬:৩১ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102