নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর ১ নং ওয়ার্ডের প্রবাল আবাসিক এলাকায় প্রবাল বহুমুখী সমবায় সমিতি জামে মসজিদের, মসজিদ পরিচালনা কমিটি নিয়ে দুই পক্ষের বিরোধ।বাইতুল নূর জামে মসজিদ নামে ২০১৩ সাল থেকে মসজিদে নির্মাণ কাজ শুরু হলেও মসজিদের জমি নিয়ে সমস্যার কারণে মসজিদ নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। ওরে ২০১৬ সালে মসজিদ নির্মাণ কাজ শুরু করলে জমি নিয়ে বিরোধে আবারো কাজ বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০১৯ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। ২০১৯ সাল থেকে মসজিদটি পরিচালনা করে আসছে মসজিদ কমিটি। মসজিদ কমিটির সভাপতি অসুস্থতার কথা বলে সম্পূর্ণ দায়িত্ব পালন করেন সিকদার নিজেই বলে জানান সিকদার । কিন্তু এখানেই বাধে বিপত্তি প্রবাল বহুমুখী সমবায় সমিতির
পরিচালনা কমিটি জানায় দালিলিকভাবে এই মসজিদটি পরিচালনা করার দায়িত্ব, প্রবাল বহুমুখী সমবায় সমিতি লি: এর। প্রবাল বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর পক্ষ থেকে হাবিবুল্লাহ ও কালাম বলেন সিকদার কোনভাবেই ৬-৭ বছর একটা মসজিদের কমিটির সেক্রেটারি হিসেবে সকল দায় দায়িত্ব পালন করতে পারে না। যেহেতু দলিলে উল্লেখ আছে যে মসজিদে সকল কার্যক্রম প্রবাল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি পরিচালনা করিবেন। সেহেতু অবৈধভাবে মসজিদটি দখল করে সকল কার্যক্রম একাই পরিচালনা করছেন এই সিকদার। সিকদার বলছেন, মুসল্লিদের অনুমতিক্রমে সকল কার্যক্রম আমি ও ক্যাশিয়ার মসজিদের উন্নয়নের কথা চিন্তা করে পরিচালনা করে আসছি।
এ ঘটনা কে কেন্দ্র করে শুক্রবার ২০/০৯ /২০২৪ তারিখ জুম্মার নামাজের পরে দুই পক্ষ মুখোমুখি বসে বিষয়টি নিয়ে আলোচনা করতে একপ্রকার কথা কাটাকাটির সৃষ্টি হয়। পরে সেখান থেকে প্রবাল বহুমুখী সমবয় সমিতি লিমিটেডের পরিচালনা কমিটি বের হয়ে আসে এবং থানায় একটি অভিযোগ দায়ের করে।
দুই পক্ষের এসব দ্বন্দ্বের কারণে বহুতল মসজিদ নির্মাণের কাজ বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানায় সবাই মিলে মসজিদটির বহুতল ভবনের কাজ করা উচিত। আমরা চাই দুই পক্ষ দন্দ্ব না করে মসজিদটি সুন্দরভাবে বহুতল বিশিষ্ট একটি মসজিদ তৈরি হোক।