স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন
গাজীপুর মহানগরীর সদর থানা এলাকা থেকে মোছাঃ দিলারা নামে এক মেয়ে হারিয়ে গেছে। তার বয়স ১৬ বছর। উচ্চতা- ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং-ফর্সা, মুখমন্ডল- গোলাকার, মাথার চুল কালো লম্বা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে কালো রঙের বোরখা ছিলো।
মোছাঃ দিলারা আক্তার গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার হাজীপাড়া এলাকা থেকে তার বাবার বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।
তাকে খুঁজে না পাওয়ায় তার বাবা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জিএমপি সদর থানায় ২৫৯৮ নং সাধারণ ডায়েরী করেছেন। যার বেতার বার্তা-৩০৩/২৪ ।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত মেয়েটির সন্ধান জেনে থাকলে সদর থানার এসআই মিজানুর রহমান (০১৭১৬-৭৭৮৯৩৩), অফিসার ইনচার্জ (০১৩২০-০৭০৫২৪) এবং নিখোঁজ মেয়ের বাবা ০১৯৯৬-৭৭৭৩৬৩ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।