বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ভবনে শিশুর মৃত্যু। কাশিমপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দুমকিতে আবরারের ৫ম শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের স্বরণ সভা-মৌণমিছিল ৭টি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ কোটি ডিম আমদানির আনুমোতি দেওয়া হয়েছে। টঙ্গীতে খুনের মামলা তদন্তে গাফিলতির অভিযোগ স্বজনদের দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করতে চাই: জহিরুল ইসলাম আশুলিয়ায় র‌্যাব-৪ এর অভিযানে ৫ আগস্ট একাধিক হত্যা মামলার আসামী সাদেক ভুইয়া গ্রেফতার। টুয়াখালী ভার্সিটি, উপাচার্যের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় সভা। দুমকিতে ৫১তম গ্রীষ্মকালীন বার্ষিক ক্রিয়া উদ্বোধন। গাজীপুরে একটি মেয়ে শিশু নিখোঁজ, সন্ধান দিন।

লিফট মেরামতে অবহেলায় গাজীপুরে তাজউদ্দিন হাসপাতালে নিহত ১।

স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন 
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন

গত মঙ্গলবার (০২ অক্টোবর) আনুমানিক রাত ১২ টায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফট ছিঁড়ে নিচে পড়ে মৃত্যুবরণ করেন জাহিদুল। নিহতের বাড়ী কুমিল্লার জেলার দাউদকান্দি থানা এলাকায়। নিহত জাহিদুল হাসপাতালের ১০ম তলায় তার অসুস্থ ছেলেকে শিশু ওয়ার্ডে ভর্তি করেন। হাসপাতালে থাকা অবস্থায় জরুরী কাজে নিচে যাওয়ার জন্য ১০ তলায় লিফটের বাটনে চাপ দিলে কিছু সময় পর লিফটের দরজা খুলে যায়। তখন লিফটে প্রবেশের সাথে সাথেই লিফটের রশি ছিড়ে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক নিহতের শ্যালিকা সুরাইয়া আক্তার চিৎকার দিলে আনসার সদস্য ও লিফট অপারেটর এসে লিফটের দরজা খুলে জাহিদুলকে দ্রুত জরুরী বিভাগে ভর্তি করানো হয়। কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জাহিদুলকে মৃত ঘোষণা করেন।

জানা যায় উক্ত লিফটি ত্রুটিপূর্ণ ছিল। ইতোপূর্বেও লিফট দুর্ঘটনায় একাধিকবার রোগীর আত্মীয়স্বজনদের মৃতবরণের ঘটনা ঘটেছে। হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তাগণ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় এ ধরণের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। লিফটম্যান ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিফট মেরামত ও রক্ষণাবেক্ষণে দায়িত্বের গাফিলতির অভিযোগ রয়েছে।

আনসারগণ জানান, চিৎকার শোনে আমরা লিফটের গ্রাউন্ড ফ্লোরে যায় এবং রক্তাক্ত অবস্থায় জাহিদুলকে উদ্ধার করি। তবে এই লিফট গত কয়েকদিন ধরে সমস্যা থাকলেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি এবং কাউকে সর্তকও করেননি। কর্তব্যরত আনসারগণ বলেন, লিফটের সমস্যা ছিল তাহা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাইকে আগে থেকেই সর্তক করার উচিত ছিল। এখানে হাসপাতাল কর্তৃপক্ষ ও লিফটম্যান উভয়ই দায়ী।

উক্ত হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম জানান, লিফট দূর্ঘটনায় মৃত্যুর বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লিফট মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব গণপূর্ত মন্ত্রণালয়ের। ময়না তদন্ত কেন হল না?, লিফট মেরামত ও রক্ষণাবেক্ষণে অবহেলা জনিত কারণে মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে ফৌজদারী আইনে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে উনি বলেন, “এই বিষয়ে অফিসে এসে কথা বলতে হবে “।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাহেদুল ইসলাম বলেন, লিফট দূর্ঘটনায় মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের পরিবারের সাথে আপোষ মীমাংসা করেছে। লাশের ময়না তদন্ত ও সুরতহাল ছাড়া লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৫৯ অপরাহ্ণ
  • ১৭:৪১ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ৫:৫৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102