দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হতে যাচ্ছে। পবিপ্রবির এই নতুন অনলাইন ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য সময়সাশ্রয়ী এবং সহজতর হবে বলে আশা করা হচ্ছে।
জানা যায়, এবারই প্রথমবারের মতো রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাকাউন্ট স্লিপ, ফ্যাকাল্টি স্লিপ, প্রক্টর ফর্ম ও হল ফি সবই অটোমেশন পদ্ধতিতে সম্পন্ন হবে। ভর্তি কার্যক্রম ১২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।
অনলাইনে ভর্তি প্রক্রিয়ার ধাপসমূহ:
২. শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরুর আগে অ্যাডমিশন গাইডলাইন ভালোভাবে পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
৪. প্রাপ্ত ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে, শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার তথ্য যাচাই এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
৬. সবশেষে আবেদনকারীকে ডাউনলোড স্লিপ বাটনে ক্লিক করে রসিদ (Acknowledgement Slip) ডাউনলোড ও প্রিন্ট করে চূড়ান্ত ভর্তির জন্য সংরক্ষণ করতে হবে।
এই বিষয়ে পবিপ্রবির আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান বলেন, এই পদ্ধতিতে শিক্ষার্থীরা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে তাদের সমস্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হবে। স্বল্প সময়ে সহজেই তারা সব প্রক্রিয়া শেষ করতে পারবেন।।