মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে রাতে বিক্ষোভ মিছিল। বাংলাদেশে ইসকন সংগঠন বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ পটুয়াখালী ভার্সিটিতে, শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা গাজীপুরে পুলিশ কর্মকর্তাদের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন গাজীপুরে অভিযানে হামলা-ভাঙচুর, এসিল্যান্ডসহ আহত ১০। পুলিশ জনগণের বন্ধু, বলেন জিএমপি কমিশনার। পুলিশ প্রশাসনের নীতিগত পরিবর্তন হলেও এসআই মিজানের অসাধু নীতির পরিবর্তন হয়নি। পটুয়াখালী ভার্সিটিতে, র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার পবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার প্রতারক বাবু যেন কাশিমপুর থানার একচ্ছত্র অধিপতি।

আশুলিয়ায় শিল্পখাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়ে ১৮জন গ্রেফতার।

স্টাফ রিপোর্টার সেলিম রেজা 
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার সেলিম রেজা

আশুলিয়ায় শিল্পখাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮জন-কে আটক করেছে যৌথবাহিনী।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। এসময় তিনি বলেন,গতকাল শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।

আটকৃতরা হলেন-(১) মোঃ রাফিজুল মিয়া (২২) পিতা-মৃত কামরুল মিয়া  গ্রাম-বানিবহ থানা-রাজবাড়ী সদর,জেলা-রাজবাড়ী বর্তমান ঠিকানা-কাঠগড়া আমতলা থানা-আশুলিয়া জেলা-ঢোকা। (২) জিল্লুর রহমান (২০) পিতা মৃত শহিদুল ইসলাম,  গ্রাম-বারবাতপুর থানা-ঝিকরগাছা জেলা-যশোর বর্তমান ঠিকানা-কাঠগড়া তাজু মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া থানা-আশুলিয়া জেলা-ঢাকা।

(৩) মোঃ জনি হাওলাদার (২২),পিতা-জেহিরুল ইসলাম,গ্রাম-টিয়াখালী থানা-কজেলা-পটুয়াখালী, বর্তমান ঠিকানা-কাঠগড়া শাকিলদের বাড়ীর ভাড়াটিয়া থানা-আশুলিয়া,জেলা-ঢাকা। (৪) মো (২৫) পিতা হাবিবুর রহমান, মাতা। মৃত রওশন আরা বেগম সাং-যুকেরপুর থানা-ধনবাড়ী জেলা- টাঙ্গাইল বর্তমান-কাঠগড়া যানা আশুলিয়া,জেলা ঢাকা। (৫) মো: লিমন মন্ডল (২০),পিতা-মোঃ খলিল মন্ডল, গ্রাম-শ্যামনগর,খানা- চিরিরবন্দর,জেলা-দিনাজপুর, বর্তমান-জিরার কামাল দেওয়ান এর বাড়ির ভাড়াটিয়া,থানা-আগুলিয়া,জেলা-ঢাকা। (৬) মোঃ আরিফুল ইসলাম (২৫), পিতা-মোঃ আজাহার আলী,গ্রাম-বনগাঁও খন্দকারপাড়া,খানা-ঝিনাইগার্থী, জেলা-শেরপুর,বর্তমান- ঠিকানা কাঠগড়া শরীফ মন্ডল এর বাড়ীর ভাড়াটিয়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।

(৭) নাজমুল হুদা ও আলাল (২৪),পিতা-মৃত বেল্লাল শেখ,গ্রাম-জাপড়া অভিরাম ১ নং ওয়ার্ড,খানা- রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ,বর্তমান ঠিকানা-কাঠগড়া শরীফ মন্ডল এর বাড়ির ভাড়াটিয়া থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। (৮) মো: মনোয়ার হোসেন (২৫), পিতা- নুরুল ইসলাম, গ্রাম-বাসাইল,খানা-দলতপুর,জেলা- নানিকগঞ্জ,বর্তমান-কাঠগড়া মন্ডলপাড়া আদিল এর বাড়ীর ভাড়টিয়া,খানা- আশুলিয়া,জেলা-ঢাকা।

(৯) মোঃ রাকিব হাসান মুক্তা (৩৩), পিতা-মৃত আব্দুল মান্নান মুখা,গ্রাম-কালিকাপুর,থানা ও জেলা- পটুয়াখালী,বর্তমান ঠিকানা-কাঠগড়া আমতলা,থানা- আশুলিয়া,জেলা-ঢাকা। (১০) মো: আসিফ হাওলাদার (২১),পিতা-মো: বছির হাওলাদার,গ্রাম- পিপড়াখালী,থানা-মির্জাগঞ্জ,জেলা-পটুয়াখালী, বর্তমান ঠিকানা-কাঠগড়া আমতলা,থানা- আশুলিয়া,জেলা-ঢাকা। (১১) মো: আব্দুস সালাম (২৯), পিতা-মৃত দানেছ আলী শেখ,গ্রাম-ঝিনজিরা রসুলপুর,থানা- কেরানীগঞ্জ,জেলা- ঢাকা,বর্তমান ঠিকানা-কাঠগড়া আমতলা,থানা-আশুলিয়া,জেলা- ঢাকা।(১২) মঞ্জুর হোসেন (২২), পিতা-আদম মন্ডল,গ্রাম বারইটেপরি, থানা-শাহাজাদপুর, জেলা-সিরাজগঞ্জ,বর্তমান ঠিকানা-কাঠগড়া আমতলা,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা। (১৩) মো: রাকিব হোসেন (২৮), পিতা- আব্দুল বারেক গাজী,গ্রাম-জাঙ্গালিয়া,খানা-ও জেলা- বরগুনা, বর্তমান ঠিকানা-কাঠগড়া আমতলা, থানা- আশুলিয়া,জেলা-ঢাকা। (১৪) মো: আব্দুর রহমান (৩৫), পিতা-আব্দুস শুকুর, গ্রাম-ধনগ্রন্দি,থানা ও জেলা-চাঁদপুর, বর্তমান-কাঠগড়া আনতলা, থানা-আশুলিয়া,জেলা-ঢাকা। (১৫) আজমীঃ তালুকদার (১৯), পিতা-রুবেল তালুকদার,গ্রাম ঠেঙ্গাই,থানা ও জেলা-পটুয়াখালী,বর্তমান ঠিকানা- কাঠগড়া আমতলা,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা। (১৬) মো: হানিফ খান (৪৫),পিতা-মৃত ফজলে আলী খান,গ্রাম সেওতা,থানা-নলসিটি, জেলা-ঝালকাঠি, সর্ব বর্তমান ঠিকানা-কাঠগড়া আমতলা,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। (১৭) মোঃ নয়ন হোসেন (২২),পিতা-মোঃ আবুল হোসেন,গ্রাম গোপীনাথপুর নয়ারহাট,থানা আশুলিয়া জেলা-ঢাকা। (১৮) তানভীর আহম্মেদ গল্প (১৮),পিতা-মোঃ কুতুব উদ্দিন,গ্রাম গোপীনাথপুর নয়ারহাট থানা-আশুলিয়া জেলা-ঢাকা।

উক্ত বিষয়ে আশুলিয়া থানার এসআই মনির এর কাছে জানতে চাইলে তিনি বলেন,বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু দুষ্কৃতকারী বিশৃঙ্খলা তৈরি করে আসছে। ফলে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। এ নিয়ে প্রায় প্রতিদিনই শিল্পাঞ্চলে কিছু কারখানা বন্ধ রাখছে মালিকপক্ষ। এ ধরনের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় তাদের আটক করা হয়।

উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, শিল্পখাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ১৮জন-কে আটক করা হয়েছে,এছাড়া আটক আসামী’রা জিজ্ঞাসাবাদে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা তৈরি’র বিষয়টি স্বীকার করেছে,উক্ত বিষয়ে থানায়  মামলা হয়েছে,আটক আসামীদের আদালতে পাঠানো হয়েছে

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102