মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হাফেজা খাতুনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
রবিবার ১৩ অক্টোবর সন্ধ্যায় মৃত্যু হাফিজ উদ্দিনের মেয়ে মাদক ব্যবসায়ী মোসাঃ হাফেজা খাতুন থাকতেন
মহানগরের ২ নং ওয়ার্ডের লোহাকৈর মহির টেক এলাকায় নিজ বাড়ীতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন তিনি তার নিজ বাড়ীর সামনে থেকে ২ কেজি গাজাঁসহ মোসাঃ হাফেজা খাতুন কে আটক করে কাশিমপুর থানা পুলিশ।
এসময় এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসা করে আসছিলেন তিনি এলাকাবাসী আরো বলেন গত ৫ আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যেন মাদকের উৎপাত বেড়ে গেছে তারেই ধারাবাহিকতায় কাশিমপুরেও মাদকের উৎপাত বেড়ে গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর অবনতি হওয়ার কারণে এইসব মাদক ব্যবসার উৎপাত বেড়ে যাচ্ছে। বলে জানান সুশীল সমাজ।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ জাহিদুল হাসান জাহিদ জানায়, দীর্ঘদিন যাবত ২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে যাচ্ছিলেন এই মাদক সংগ্রামী মোসাঃ হাফেজা খাতুন। তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় জাফেজা খাতুন কে।
সোমবার ১৪ অক্টোবর আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (ক) ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।