নিজস্ব প্রতিনিধি
নন্দন পার্কে ডিবি হারুনের শেয়ার হোল্ড সহ পার্কটির চেয়ারম্যানের অনিয়ম দূর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বর্তমান পার্কটির পরিচালক সিরাজ হক।
বুধবার ৩০ (অক্টোবর) দুপুর ১২ টায় সাভারের নন্দন পার্কে এ সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করেন বর্তমানে কর্মরত পার্কটির কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় পার্কটির পরিচালক সিরাজ হক বলেন, গ্রেফতারকৃত নন্দন পার্কের চেয়ারম্যান বিলাল হক জামিনে বেরিয়ে মামলা হামলা সহ নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। ছাড়াও চেয়ারম্যানের নানা কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন কর্মকর্তা কর্মচারীরা।
সংবাদ সম্মেলনে নন্দন পার্কের ডিরেক্টর সিরাজুল হক জানান, নন্দন পার্কের সকল শেয়ার হোল্ডারদের তিনি আহ্বান জানান আপনারা আসুন দেখুন এবং আপনারা পরামর্শ দিন আমরা এই পার্কটাকে কোন দিকে নিয়ে যাব এটা আপনারা সিদ্ধান্ত দিবেন। ডিবির হারুন নাকি ২০ পারসেন্ট শেয়ার হোল্ড আছে ।বিষয়ে আমি কিছুই জানিনা, এর আগে চেয়ারম্যান বেলাল হক আমাদের ভয় দেখাতো এই ডিবির হারুনকে দিয়ে আমাদের গুম ও খুন করাবে আমরাও ভয়ে থাকতাম। কিন্তু পরবর্তীতে যখন আমরা নিউজ দেখলাম আমরা তো অবাক হয়ে গেলাম। আমরা আর জে এস সি তে গিয়ে খোঁজ নিয়ে দেখেছি, ডিবির হারুন এর নামে কোন ২০ পার্সেন্ট শেয়ার হোল্ড নাম পাওয়া যায়নি। আমরা মনে করেছি ডিবির হারুনকে মৌখিকভাবে নন্দন পার্কের ২০ পার্সেন্ট শেয়ার হোল্ড দিয়ে রেখেছিলেন চেয়ারম্যান বিল্লাল হক।
সংবাদ সম্মেলন শেষে পার্কের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন কর্মকর্তা কর্মচারীরা।