দুমকি, উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী কালভাট এলাকায় দিনদুপুরে এক নারীকে মানহানিও লাঞ্চিত করার অভিযোগ উঠেছে ।
ফারুক হাওলাদার নামে এক অটো চালকের বিরুদ্ধে,,দুপুর ১টার সময় লোকজন না থাকায় অটো চালক ফারুক হঠাৎ মহিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘটনার একপর্যায়ে ফারুক হাওলাদার মহিলার কানে পরিহিত স্বর্নলংকার ছিনিয়ে নিয়ে তাৎক্ষণিক পালিয়ে যায় , ভুক্তভোগী শিরিন বলেন এরপর থেকেই আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়ে আসছে একটি অপরিচিত নম্বর থেকে আমি ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে, নম্বরটি থানায় দিলে দুমকি থানা অফিসার ইনচার্জ তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করে জানতে পারেন নম্বরটি মোঃফারুক হাওলাদার পিতা হাকিম আলী হাওলাদার নামে একব্যক্তি নম্বরটি ব্যবহার করছে ফারুকের বাড়ি আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী কালভার্ট এলাকায়, ভুক্তভোগী শিরিন আক্তার তাৎক্ষণিক একটি লিখিত অভিযোগ করেন যার জিডি নম্বর ৫৮।।#