মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে রাতে বিক্ষোভ মিছিল। বাংলাদেশে ইসকন সংগঠন বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ পটুয়াখালী ভার্সিটিতে, শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা গাজীপুরে পুলিশ কর্মকর্তাদের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন গাজীপুরে অভিযানে হামলা-ভাঙচুর, এসিল্যান্ডসহ আহত ১০। পুলিশ জনগণের বন্ধু, বলেন জিএমপি কমিশনার। পুলিশ প্রশাসনের নীতিগত পরিবর্তন হলেও এসআই মিজানের অসাধু নীতির পরিবর্তন হয়নি। পটুয়াখালী ভার্সিটিতে, র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার পবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার প্রতারক বাবু যেন কাশিমপুর থানার একচ্ছত্র অধিপতি।

গুলিবর্ষণ সাবেক ছাত্রদল নেতার বাড়িতে।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গাজীপুর মহানগরীর  সাবেক ছাত্রদল নেতার বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মহানগরীর কাশিমপুর থানাধীন ৩নং ওয়ার্ডের  মধ্য বারেন্ডা এলাকায় মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান ওরফে এরশাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুর রহমান ওরফে এরশাদ মোল্লা মহানগর ছাত্রদলের প্রভাবশালী ছাত্রনেতা ছিলেন। তিনি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিভিন্ন হয়রানীমুলক মামলার আসামী হয়েও দলের একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করে গেছেন। মহানগর ও কেন্দ্রীয় নেতাদের নির্দেশ,আনুগত্যপ্রবণ ও কর্মীবান্ধব হিসেবে এই নেতার রয়েছে বেশ সুনাম।সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী এমন নেতার বাড়িতে তিনটি গুলি করা হয়েছে বলে বাড়ির বাসিন্দারা দাবি করেছেন। গুলিতে ছিদ্র হয়ে গেছে জানালার কাচ।

তিন রাউন্ড গুলির দুই রাউন্ড জানালায় লাগলেও বাকি একরাউন্ড গুলি আতংকিত করতে ও ভয়ভীতি দেখানোর জন্য  ফাকা স্থানে করা হয়েছে বলে ধারনা বাড়ির লোকজনের।

এ ব্যাপারে জানতে চাইলে আব্দুর রহমান ওরফে এরশাদ মোল্লা জানান কাজ শেষে মংগলবার রাত ১০ টায় বাসার ফিরে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির সকলে যার যার কক্ষে ঘুমিয়েছিলাম। হঠাৎ রাত ২টার দিকে বিকট আওয়াজ হয়। জেগে এ ঘর ও ঘর খোজে আমার ছোট ভাই হাবিবুর রহমানের রুমে গিয়ে  দেখতে পাই জানালার কাচ ছিদ্র হয়ে গেছে।দুর্বৃত্তরা আমার কক্ষ ভেবে আমার ছোট ভাইয়ের কক্ষে গুলি চালিয়েছে।’

এরশাদ মোল্লা আরও বলেন, ‘হঠাৎ কেন গুলি করা হলো, কারা গুলি করল, তা বুঝতে পারছি না। আমরা এ ঘটনায় আতঙ্কে আছি। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ ব্যাপারে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।এ ব্যাপারে খুব দ্রুতই তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102