দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, দু’বছর আগের বিএনপির
কার্যালয়ে হামলা ও ভাংচুরের মামলায় উপজেলা আ’লীগের নেতা ও ইউপি সদস্য হুমায়ুন কবির মৃধাসহ অন্তত: ৪নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ, বুধবার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর ও লেবুখালী ইউনিয়নে অভিযান চালিয়ে দুমকি থানা পুলিশ তাদের আটক করেন। আটককৃতরা হলেন শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও উপজেলা আ’লীগ সদস্য মো: হুমায়ুন কবির মৃধা, লেবুখালী ইউনিয়ন আ’লীগের সহ- সভাপতি মো: হিদদিকুর রহমান আকন, একই ইউনিয়ন আ’লীগের
সদস্য মো: শহিদুল আকন, মো: সাইদুল ইসলাম টিটু আকন।
পুলিশ সূত্র জানায়, ২০২২ সালের ৫ই মার্চ বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে হামলা, বিএনপির কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা। এঘটনায় যুবদল নেতা মো: মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে আলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৮৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা নামা ২০০/২৫০ জনের নামে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৪ জনকে আটক দেখিয়ে বৃহস্পতিবার পটুয়াখালীর আদালতে প্রেরন করা হয়।।#