মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
সাভারের আশুলিয়ায় আলআমিন পোশাক কারখানায় আগুন দিয়ে তাণ্ডবলীলা চালিয়েছে দুর্বৃত্তরা।এসময় আগুনে পুড়ে গেছে শ্রমিক পল্লীর অন্তত ২০টি কক্ষ।
সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে জিরানীবাজার সংলগ্ন আশুলিয়ার নবী টেক্সটাইল এলাকায় এ্যামাজন নীটওয়্যার লিমিটেড বা আলআমিন ফ্যাক্টরি নামে পরিচিত পোষাক কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে
ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকান্ডের ঘটনা জানলেও তারা ঘটনাস্থলে পৌছাতে দেরী করায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়,সকালে স্থানীয় এ্যামাজন ফ্যাক্টরিতে কাজ করছিলেন শ্রমিকরা। তবে গত কয়েকদিন আগে থেকেই পার্শ্ববর্তী বেক্সিমকো কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে চলেছে।আজ স্থানীয় ডরিন নামে আরও একটি কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়৷অতপর বেক্সিমকো কারখানার কয়েক’শ শ্রমিক এ্যামাজন কারখানায় এসে হট্টগোল করে এবং তাদের কাজ বন্ধ রাখতে বলে,কারখানা খোলা রাখাকে কেন্দ্র করে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী ও পথচারীরা।ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন,নবীটেক্সটাইল এলাকায় আলআমিন পোষাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জানতে পেরে।আমরা দুটি ফায়ার এর ইউনিট নিয়ে অনেক আগেই রওনা হলেও রাস্তায় আন্দোলনরত শ্রমিকরা বাঁধা দিয়েছে।যে কারণে আমরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছতে পারিনি।