নিজস্ব প্রতিনিধি
গাজীপুর মহানগরের কাশিমপুরের জমি সংক্রান্ত দুই গ্রুপের সংঘর্ষে উপস্থিত পুলিশ ও সাংবাদিক তথ্য সংগ্রহ করায় কয়েকজন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
গত সোমবার ২১ নভেম্বর অনুমানিক ১১টা ৩০মিনিটের সময় কাশিমপুর ৩ নং ওয়ার্ড বারেন্ডা তারা মসজিদ এলাকায়, দুই গ্রুপের সংঘর্ষে আহত ৯ জন উপস্থিত ছিল কাশিপুর থানা পুলিশ ও কয়েকজন সাংবাদিক তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দেয়। বিশ্বাস পোল্ট্রি গ্রুপের মালিকের প্রতিনিধি শামীম হোসেন।
তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের কাজ তথ্য সংগ্রহ করতে গিয়ে আর সত্য প্রকাশ করতে গিয়ে যদি সাংবাদিকের নামে মিথ্যা মামলা হয় তাহলে পুলিশ উপস্থিত ছিল পুলিশের নামে কেন মামলা হয় নাই? সাংবাদিক কেন আসামি হবে ঘটনাস্থলে সাংবাদিক এবং পুলিশ উপস্থিত ছিল দুই গ্রুপের সংঘর্ষে যারা ওখানে সমস্যা করছে তাদের বিরুদ্ধে মামলা হোক আমরাও চাই কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে কেন মিথ্যা মামলা হবে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান এলাকাবাসী। ও সাংবাদিক মহল।
সংঘর্ষের দুই গ্রুপের আহতদের গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।
সাংবাদিকদের দাবি, সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে তাদের বিচারের ব্যবস্থা করা হোক। এবং সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।
এ বিষয়ে কাশিমপুর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলামে কাছে মুঠোফোনে, একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।