সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

গাজীপুর মহানগরে ডিবির অভিযানে ২৫০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক।

মোঃ আনোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে
  1. মোঃ আনোয়ার হোসেন। নিজস্ব প্রতিনিধি

গাজীপুর মহানগরীতে বিশেষ অভিযানে ২৫০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি উত্তর)। বুধবার (৪ ডিসেম্বর) বিকালে মহানগরীর সদর থানার লক্ষীপুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মহানগরীর সদর থানার লক্ষীপুরা এলাকার মোঃ সালাউদ্দিনের ছেলে মোঃ রানা(৩০), রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকার মোঃ আনারুল ইসলামের ছেলে মোঃ নাজিরুল ইসলাম (২৫) এবং মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ আব্দুল হালিম (২১)।

গাজীপুর মহানগরীর গোয়েন্দা বিভাগ (উত্তর) এর উপ পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সূত্রে জানতে পারে রাজশাহী জেলা হতে অবৈধ মাদক দ্রব্য হেরোইনের চালান নিয়ে একটি ট্রাক লক্ষীপুরা এলাকায় যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে এসআই মোঃ কামরুল হাসান, এএসআই শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১) মোঃ রানা ও ট্রাকে থাকা ২) মোঃ নাজিরুল ইসলাম, ৩) মোঃ আব্দুল হালিমদের কাছ থেকে ২৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। অবৈধ মাদক দ্রব্য ধৃত আসামীরা পরস্পর জ্ঞাতসারে নিজ নিজ দখল ও হেফাজতে রাখার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আসামীরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, ধৃত আসামী নাজিরুল ও আব্দুল হালিম উক্ত হেরোইন রাজশাহী জেলা থেকে লক্ষীপুরা এলাকার তাহমিনাকে দেওয়ার জন্য আসছিল। আর ধৃত আসামী রানা উক্ত হেরোইন গ্রহণ করতে তাহমিনার প্ররোচনায় এসেছিল। আসামীরা বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে মাদক দ্রব্য ক্রয় করে মহানগরীসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে থাকে। তাহমিনাকে পলাতক আসামী করে সকল আসামীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(গ)/৭(গ)/৪১ ধারায় জিএমপি সদর থানায় ৬ নং মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102