স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন
গাজীপুর মহানগরীর সদর থানা এলাকায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজাউল করিমের ক্ষমতা অপব্যবহার করে তার বোন পারভীনের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের লিজকৃত জায়গায় দোকানের পজিশন বিক্রয় করে প্রতারণার অভিযোগ উঠেছে। এসংক্রান্তে গাজীপুরে চীফ মেট্রোপলিটন আদালতে মামলা হয়েছে।
পারভীন সিটি কর্পোরেশনের জায়গার লিজ নিয়ে জয়দেবপুর বাজার মুক্তমঞ্ছের দক্ষিণ পাশে ২৪ নং দোকান ঘরটি ২০০৫ সনে মিতালীপাড়া এলাকার মোঃ হাসমত আলীর ছেলে মোঃ সেলিমের নিকট ভাড়া প্রদান করে। লিজকৃত জায়গা বিক্রি বা ভাড়া প্রদান করার কোন বিধিবিধান না স্বত্তেও পারভীন ২০১০ সনে সেলিমের কাছে প্রতারণা করে দোকানের পজিশন বিক্রয় করে। এরপর গাসিকে লিজ মূলে মালিকানার নাম পরিবর্তন করতে সেলিম পারভীনকে চাপ দেয় ও আবেদন করে। তখন পারভীন সেলিমের বিরুদ্ধে গাজীপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা, জাল জালিয়াতির অভিযোগে ২০১৩ সনে ১৩৮৭ নং সিআর মামলা দায়ের করে। সেলিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারভীন ব্যর্থ হওয়ায় আদালত ২০১৯ সালের ২৯ জানুয়ারী খালাসের আদেশ প্রদান করেন। সেইসাথে অন্যায়ভাবে দোকান ঘর থেকে উচ্ছেদ করতে বিভিন্নভাবে হুমকী প্রদান করায় তৎকালীন জয়দেবপুর থানায় পারভীনের বিরুদ্ধে সেলিম ৮১৯ নং সাধারণ ডায়েরী করেন। এই বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুজ্জামান আদালতে প্রতিবেদনে উল্লেখ করেন ” বিগত ০২ বছর পূর্বে বিবাদী পারভীন আক্তার ১৫০/- টাকা মূল্যের নন-জুডিসিয়াল স্ট্যাম্পের মাধ্যমে উক্ত দোকানের পজিশন দরখাস্তকারী মোঃ সেলিমের নিকট হস্তান্তর করেন”।
এবিষয়ে ভুক্তভোগী সেলিম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা নমিতা দে উত্ত বিরোধ নিষ্পত্তির জন্য নোটিশ করেন। উনার নোটিশে পারভীন ও উনার ভাই কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজাউল করিম রেজু আসেন। সচিবের ক্ষমতার অপব্যবহার করে বাকবিতন্ডার সৃষ্টি করেন। সচিবের কারণে উনি সিটি কর্পোরেশন থেকে ন্যায় বিচার না পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ-সংক্রান্তে অভিযূক্ত সচিবের বোন পারভীনের কাছে জানতে চাইলে উনি অসুস্থতার কথা বলতে পারবেন না। পরে উনার পক্ষে তার স্বামী শফিক বলেন, আদালতে সেলিমের বিরুদ্ধে জাল জালিয়াত প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে। এ মামলায় আমাদের অনুপস্থিতিতে মামলা থেকে সেলিমকে খালাস প্রদান করেছে। সিটি কর্পোরেশনে সচিব রেজাউল উপস্থিত থাকার বিষয়টি উনি স্বীকার করেন।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজাউল করিমের ক্ষমতার অপব্যবহার করে বাকবিতন্ডার করার বিষয়ে উনার কাছে জানতে চাইলে উনি তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করেন।
এসংক্রান্তে গাজীপুর সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা নমিতা দে জানান, উক্ত বিষয়টি তদন্তাধীন।