স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন
গাজীপুর মহানগরীর জিএমপি সদর থানার সীমানা প্রাচীর সংলগ্ন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের জমিসহ বাড়ী জবর দখলের অপরাধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে এঘটনা ঘটেছে। ভূক্তভোগী হলেন পশ্চিম জয়দেবপুর থানা রোড এলাকার
বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়ার ছেলে মোঃ শাহজাহান ভান্ডারী। অভিযূক্ত বিবাদীরা হলো ভূক্তভোগীর আপন ভাই- শহিদুল্লাহ সুহেল, শরীফ এবং বোন- শামীমা আক্তার সাম্মি, শাহানাজ রানু আক্তার, রুনা আক্তার।
অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর সদর থানার জয়দেবপুর মৌজার ১৪.৮৫ শতাংশ জমি ভূক্তভোগীর বাবা লিজ মূলে ঘরবাড়ী নির্মাণ করেন। পরবর্তীতে শান্তি পূর্ণ ভাবে ভোগ দখলে থাকাবস্থায় উনি মৃত্যু বরণ করেন। এরপর থেকে ভূক্তভোগীর আপন ভাই ও বোন পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত বাড়ীঘর বসতভিটাসহ জমি প্রতারনা মূলক ভাবে অবৈধভাবে বেআইনী পন্থায় জবর দখলের চেষ্টা করছে। ভূক্তভোগী উনার বসতবাড়ীতে গেলে অভিযূক্তরা খুনের হুমকী দিয়ে বের করে দেয়। এবিষয়ে জমিসহ বাড়ী জবর দখল থেকে রক্ষার্থে ভূমি প্রতিরোধ আইনের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নিমিত্ত্বে থানায় ওসি বরাবরে অভিযোগ দায়ের করা হয়। সদর থানার ডিউটি অফিসার এসআই মোঃ মনির হোসেন অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিষয়ে জানতে সরেজমিনে গেলে অভিযূক্ত শহিদুল্লাহ সুহেলের স্ত্রী নিপা বলেন, ভূক্তভোগী শাহাজাহান আমার ভাশুর হয়। উনার অংশের বিষয়ে উনার ভাই বোন জানে। কিন্তু অভিযূক্ত ভূক্তভোগীর ভাই বোনের কাছে এবিষয়ে জানতে যোগাযোগ করার চেষ্টা করলেও উনারা তথ্য দিতে অপারগতা প্রকাশ করে।
এসংক্রান্তে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফ জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।