সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

আশুলিয়া সরকার মার্কেটে বিসমিল্লাহ হোটেলে সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুর অভিযোগ

স্টাফ রিপোর্টার সেলিম রেজা 
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার সেলিম রেজা

ঢাকা জেলা আশুলিয়ার জামগড়া সরকার মার্কেট বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট ও মোহাম্মদিয়া বিরানী হাউসে সন্ত্রাসী হামলা চালিয়ে জসিমের খাবার হোটেলে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় হোটেল মালিকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

গত( ২১/১২/২০২৪) শনিবার রাত আনুমানিক ১০:৩০টার দিকে আশুলিয়ার জামগড়া সরকার মার্কেট এলাকায় বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট ও মোহাম্মদিয়া বিরানী হাউসে পূর্ব শত্রুতার জেরধরে জসিমের খাবার হোটেলে এই ঘটনা ঘটে।

সন্ত্রাসী হামলায় আহত -বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট ও মোহাম্মদিয়া বিরানী হাউস মালিক মৃত আবদুর রাজ্জাক এর ছেলে মো জসিম উদ্দিন। জামগড়া সরকার মার্কেট নুরুল হুদা সাহেবের বাড়ীর ভাড়াটিয়া।

বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট ও মোহাম্মদিয়া বিরানী হাউস হোটেল মালিক মোহাম্মদ জসিম জানান, মো ফিরোজ(১৮), মো মুসা (৩০), রিফাত (২৬) সহ অজ্ঞত নামা ১৫/২০জন এর নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তার হোটেলে হামলা চালায় এবং তাকে ও তার হোটেলের কর্মচারীদেরকে অসভ্য ভাষায় গালাগালিজ করতে থাকে। এ সময় তারা বিক্রির জন্য হোটেলে থাকা মাছ,গরুর মাংস, মুরগির মাংসসহ বিভিন্ন ধরনের তরকারি, ভাত ও তেহারি মাটিতে ফেলে নষ্ট করে ফেলে এবং খাবার রাখার বিভিন্ন আসবাবপত্র, বাসনপত্র ভাঙচুর করে। তাদের হামলার সময় হোটেলে খেতে আসা বিভিন্ন কাস্টমাররা আতঙ্কিত হয়ে হোটেল থেকে না খেয়ে চলে যায়। এক পর্যায়ে হামলাকারীরা ক্যাশ বাক্স থেকে নগদ ৩,০০,০০০( তিন লক্ষ টাকা) স্যামসাং মডেল স্মার্ট ফোন, ফোনে থাকা সিম কার্ড নং যাহার মূল্য ৩৫,০০০(পয়এিশ হাজার টাকা) বর্ণিত নগদ টাকা,মোবাইল ফোন নিয়ে যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট ও মোহাম্মদিয়া বিরানী হাউস হোটেল মালিক মোহাম্মদ জসিম এর দুই ভাই স্বপন ও সাইফুল দীর্ঘ 14 বছর যাবৎ যৌথভাবে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছে। একপর্যায়ে ফিরোজ, মুসা, রিফাত সহ অজ্ঞত নামা ১৫/২০জন কে ডেকে নিয়ে এসে বেআইনিভাবে জনতাবদ্দে হকিস্টিক, হাতুড়ি, লোহার পাইপ, রামদা,হাতুড়ি, চাপাতি ইত্যাদি নিয়ে হোটেলে প্রবেশ করে আতর্কিতভাবে হামলা চালায়।

এদিকে ফিরোজ এর নেতৃত্বে মুসা ও রিফাত সহ ১৫/২০জন

হোটেল মালিকের দুই ভাই স্বপন ও সাইফুল ও হোটেলের কর্মচারী সাকিব( ২৫)কে এলোপাথারী,কিল,ঘুষি,লাথি,দেশীয় অস্ত্র শস্ত্র,লোহার পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর রক্তাক্ত জখম করে।ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসিতে দেখে সন্ত্রাসীরা বিভিন্ন ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

হোটেল মালিক জসিম ও তার দুই ভাই ও হোটেল কর্মচারীকে শারীরিক গুরুতর অবস্থায় এলাকাবাসী ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা করেন

এ বিষয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে সুস্থ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102