সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন

অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ

রাজধানীর বাড্ডা থেকে অপহৃত ভিকটিম মোঃ সোহেলকে উদ্ধার ও অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ সাইফুর রহমান ওরফে সুমন (৪০) ।

শনিবার (০৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১১:৫০ ঘটিকায় মধ্য বাড্ডার বাজার গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় ভিকটিম মোঃ সোহেল ও গ্রেফতারকৃত মোঃ সাইফুর রহমান ওরফে সুমন বসবাস করেন। একই এলাকায় বসবাসের সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বের সর্ম্পক গড়ে ওঠে। মাঝে মাঝে তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ হতো। গত শুক্রবার (৩ জানুয়ারি ২০২৪ খ্রি.) রাত আনুমানিক ০৯ :০৫ ঘটিকায় ভিকটিম সোহেল মোটরসাইকেল যোগে ব্যক্তিগত প্রয়োজনে নিজ বাসা থেকে বাড্ডা থানাধীন মধ্য বাড্ডা পোস্ট অফিস গলিতে পৌঁছালে মোঃ সাইফুর রহমানসহ অজ্ঞাতনামা ৩/৪ জন দুষ্কৃতকারী তার পথ রোধ করে ভয়-ভীতি দেখিয়ে তার সাথে থাকা মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ তাকে অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে রাত আনুমানিক ০৯:১৫ ঘটিকায় মোঃ সাইফুর রহমান ভিকটিমের বন্ধু মোঃ জহিরুল ইসলামের কাছে ফোন করে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে না দিলে ভিকটিম সোহেলকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ খোরশেদ আলম রানার অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, মামলা রুজুর পর বাড্ডা থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতারে তৎপর হয়। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও আসামির অবস্থান শনাক্ত করে। অতঃপর শনিবার (০৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১১:৫০ ঘটিকায় মধ্য বাড্ডার বাজার গলি এলাকার একটি রিকশা গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে মোঃ সাইফুর রহমান ওরফে সুমনকে গ্রেফতার করা হয় ও অপহৃত মোঃ সোহেলকে উদ্ধার করা হয়। এসময় গ্রেফতারকৃত সাইফুরের হেফাজত হতে ভিকটিমের ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সাথে যে মোবাইল ফোন থেকে ফোন করে সাইফুর মুক্তিপণের টাকা দাবি করেছিলো সেই মোবাইলফোনটিও তার হেফাজত হতে জব্দ করা হয়।

বাড্ডা থানার মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও অপহরণের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102