সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

৮৬০ বোতল ফেনসিডিলসহ এক  মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

৮৬০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৮৬০ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফকার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- আব্দুল কাদের (৩৪)।

রবিবার (৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) সন্ধ্যা ৪: ৩০টায় যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম ও লালবাগ জোনাল টিম।

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয় ও একটি প্রাইভেটকারের পিছনের ডালায় মধ্যে থেকে চারটি বস্তায় রক্ষিত অবস্থায় মোট ৮৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ ২০ হাজার টাকা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল কাদের আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102