নিজস্ব প্রতিনিধি
রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোহাম্মদ আলী (২০)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার (০৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৮:৩০ ঘটিকায় বিমানবন্দর থানার ঈর্শ্বাল কলোনী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে ঈর্শ্বাল কলোনীর পাবলিক টয়লেটের উত্তর পার্শ্বে কতিপয় মাদক কারবারি গাঁজাসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিমানবন্দর থানা পুলিশের টহল দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য তেষট্টি হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত মোহাম্মদ আলী একজন মাদক কারবারি। সে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা সে বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিমানবন্দর থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতকে বিমানবন্দর থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।