স্টাফ রিপোর্টার, হাসমত :
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের আগে সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন আহমেদকে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।
আজ শনিবার ১১ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর ১নং ওয়ার্ড মাধবপুর প্রাইমারি স্কুলের পাশের মাঠে তাঁকে গার্ড অব অনার দেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার টঙ্গী রাজস্ব সার্কেলে মো: মহিন খান।
বিকেল চারটার পরপর মাধবপুর জামে মসজিদ প্রাঙ্গণে এই গার্ড অব অনার দেওয়া হয়। এর পর বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
৮০ বছর বয়সে কফিল উদ্দিন আজ সকাল ১০:৩০ মি: মারা যান। বিকেল পাঁচটা পর্যন্ত কফিল উদ্দিনের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য মাধবপুর জামে মসজিদ প্রাঙ্গনে রাখা হয়। এরপর মাধবপুর জামে মসজিদের পাশেই তাকে দাফন কার্য সম্পন্ন করা হয়।
কফিল উদ্দিনের জন্ম ১৯৫৩ সালের ৩১ ডিসেম্বর। গাজীপুর জেলার কাশিমপুর, ১নং ওয়ার্ডের মাধবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি । গাজীপুর ও ঢাকায় তাঁর শিক্ষাজীবন কেটেছে। কফিল উদ্দিন মুক্তিযুদ্ধ ও পরবর্তী বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামের প্রত্যক্ষদর্শী, একজন নেতৃস্থানীয় কর্মী ও সংগঠক ছিলেন ।