স্টাফ রিপোর্টার- মোঃ আনোয়ার হোসেন
গাজীপুর মহানগরীর গাছা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইয়াসিন ও ৩৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুস সাত্তারের বাড়িতে ব্যাপক হামলা ভাঙচুরের অভিযোগ থানা যুবদলের সভাপতি প্রার্থী রাব্বি চৌধুরী ও তার বড় ভাই রাকিব চৌধুরীর বাহিনীর বিরূদ্ধে। গত শুক্রবার (১০রা জানুয়ারী) সন্ধ্যায় এঘটনা ঘটে।
জানা যায়, কুনিয়া মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটে পূর্ব শত্রুতার জেরে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা জুয়েল মন্ডলের সন্ত্রাসী ক্যাডার বাহিনীসহ রাব্বি চৌধুরী ও তার বড় ভাইয়ের নেতৃত্বে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে।
ভুক্তভোগী আব্দুস সাত্তার বলেন আমাদের বাড়ি ভাঙচুর করেছে আমাকে মারধর করেছে আমার স্ত্রীকে মেরেছে আমার ঘর থেকে স্বর্ণ, মোবাইল, ল্যাপটপ এবং টাকা নিয়ে যায়। আমাদের ৪ ভাইদের বাড়িতেই হামলা করেছে দরজা জানালা খাট ওয়াড্রপ টিনের চাল যা পেয়েছে সবই ভাঙচুর করেছে এ সময় সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রের মহড়া দিতে থাকে আর ভাঙচুর করে তখন বাড়িতে থাকা লোকজন মারপিটে আহত হয়ে বাড়িতে থাকা বৃদ্ধ মহিলা ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। এসময় ভূক্তভোগী নিরুপায় হয়ে ৯৯৯ ফোন করে পুলিশকে জানালে গাছা থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
তিনি আরো বলেন, আমরা তাদের সাথে রাজনীতি করি না আমাদের কোন কার্যক্রমে তাদেরকে বলি না এই হলো তাদের মূল আক্রোশ। তাদের আধিপত্য বিস্তার করতে চায় তারা নিজেরাই দোকান ভাঙচুর করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে।
রাব্বি এবং রাকিব চৌধুরীর ভয়ে এলাকায় কেউ কথা বলতে চায় না ক্যামেরার সামনে। গোপনে সাধারণ মানুষের কাছ থেকে শোনা যায় এই এলাকার অশান্তির মূল কারণ হচ্ছে রাব্বি এবং রাকিব চৌধুরী তাদের কথা যদি কেউ না শোনে তাদের উপরে চলে বিভিন্ন কায়দা নির্যাতন। ৫ই আগস্টের পরে গাছায় গার্মেন্টস ফ্যাক্টরি দখল নিতে আওয়ামী লীগ ও যুবলীগ বাহিনী নিয়ে বিশাল শোডাউন দিয়েছেন। এবিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও রাব্বি চৌধুরীর বিরূদ্ধে মাদক কারবারের অভিযোগ পুরানো। এলাকায় বাড়িঘর নির্মাণ করতে হলে তাদেরকে গুনতে হয় বড় অংকের টাকা, রাব্বি চৌধুরীর নেতৃত্বে চলে এলাকায় মাদক ব্যবসা নিজেও মাদক আসক্ত।
এ বিষয়ে গাছা থানা তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক এস আই সাখাওয়াত প্রতিবেদককে জানান ৯৯৯’এ ফোন পেয়ে আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহতদের মেডিকেলে যাওয়ার সুযোগ করে দেই, এখনো কোন অভিযোগ হয় নাই মারামারি ভাঙচুর হতাহত হয়েছে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে জিএমপি’র গাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) রাশেদ জানান, হামলা ভাঙচুরের ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে