নিজস্ব প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল থেকে যাযাবর পারভেজ (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে নওয়াব ফয়জুন্নেসা হলে নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী অর্পা খন্দকারের রুম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আশরাফুল ইসলাম পারভেজ ওরফে যাযাবর পারভেজ হিম উৎসবে ঘুরতে এসেছিলেন বলে জানা যায়। তার বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদের ডাবলমুরিং থানায়।
রাতে ওই ছাত্রীর সাথে কপালে টিপ, প্লাজু ও মুখে ঘোমটা দিয়ে প্রবেশ করে পারভেজ। এসময় তার পোশাক ও হাঁটা দেখে কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হলে হল সুপারকে সিসিটিভির ফুটেজ চেক করতে বলেন। ফুটেজ চেক করার পর ওই
নারী শিক্ষার্থীর রুমে গিয়ে অভিযুক্ত দুজনকে একসাথে পাওয়া যায়। এরপর সেখান থেকে পারভেজকে আটক করে হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে আশুলিয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ বলছে বিষয়টি তারা তদন্ত করছে কি কারণে ওই যুবক ছাত্রী হলে প্রবেশ করেছিলো।