দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, চাঁদার টাকা না পেয়ে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল মিয়ার বিরুদ্ধে।
বুধবার সন্ধ্যায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানি গ্রামের আবুল হোসেনের ছেলে মো. বেলাল হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা পুলিশ অভিযোগ না নেওয়ায় পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে একটি চাঁদাদাবির মামলা করা হয়েছে।