নিজস্ব প্রতিনিধি আমিনুল ইসলাম
পরিবেশ অধিদপ্তর, রংপুর ও গংগাচড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৩/০১/২০২৫ তারিখে রংপুর জেলার গংগাচড়া উপজেলার পানাপুকুর নামক এলাকায় পরিবেশ দূষণের জন্য দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠানের কঠিন বর্জ্য পার্শ্ববর্তী নালায় অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ ঘটানোর অপরাধে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ অনুসারে বায়ো এগ লিমিটেডের মালিককে ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা ও নুরজাহান অটো রাইস মিলের মালিককে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন গংগচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মাসউদুর রহমান। গংগাচড়া থানার একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন উপস্থিত ছিলেন। তিনি জানান পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।