মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিনিধি
বৈষম্য বিরোধী আন্দোলন পুলিশের উপর ক্ষুব্ধ সাধারণ মানুষ, কিছু পুলিশ কর্মকর্তাদের জন্য মানুষ যেন অসহায় এজন্যই কিছু ভালো পুলিশ সদস্য এখন হুমকির মুখে।
এদের কারণে ৫ আগস্ট ছাত্র জনতা হত্যার পাশাপাশি নিরীহ কিছু পুলিশ সদস্যের মৃত্যু হয়।
এর মুল কারণ হিসেবে বেরিয়ে আসে কিছু পুলিশ সদস্যের নির্যতন, অমানুষিকতা মামলার বিনিময়ে অর্থকে প্রাধান্য দেওয়া সহ বিভিন্ন অপরাধ।
এমন একটি ঘটনা ঘটেছে গত ১৫ জানুয়ারি কাশিমপুর থানাধীন ৫ নং ওয়ার্ড শৈলডুবি মেশিন পাড় এলাকায় জানা যায় ঔদিন সকালে কোনা বাড়ি টু নরসিংহ পুর রাস্তায় অটো যোগে কাজে যাওয়ার সময় গাড়ির গতিরোধ করে অটো থেকে নামিয়ে হত্যার উদ্দেশ্য হামলা চালিয়ে মারধর করে।
ভুক্তভুগি মোঃ রিয়াজ (২৩) গুরুতর আহত হয় এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
জানা যায় পর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে মোঃ জাহাঙ্গীর সিকদার (৩০) জাফর সিকদার (২৭) আলমগীর সিকদার (৩৭) জুলফিকার সহ ৪/৫ জন সন্ত্রাসী।
এই ঘটনাকে এস আই শিবলু অন্যদিকে প্রভাহিত করে নাটকীয় ভাবে মামলা দায়ের না করে ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় ভুক্তভোগী রিয়াজ উক্ত ঘটনার পর শহিদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে তিন দিন চিকিৎসা নেয়।
এঘটনার পর রিয়াজ এর মা নাজমা আক্তার গত ১৮ জানুয়ারি কাশিমপুর থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে এবিষয়ে জানতে বিবাদী জাহাঙ্গীর গংদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয়নি।
উক্ত অভিযোগের আয়ু কাশিমপুর থানার উপপরিদর্শক শিবলু বিষয়টি নিয়ে কালক্ষেপণ করেন এবং মামলা গ্রহণ না করে ভুক্তভোগীর পরিবার অভিযোগ কেন দায়ের করেছে একারণে হুমকি প্রদান করেন।
এবিষয়ে কাশিমপুর থানার উপপরিদর্শক শিবলুর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমি এবিষয়ে তিনদিন তদন্ত করে দেখি এটা কাশিমপুর থানা এলাকার ঘটনা নয় এই ঘটনা কেরানীগঞ্জের আবার বলেন হাতিরঝিলে।
তিনি আরো বলেন বিস্তারিত জানার থাকলে ওসি স্যারকে ফোন করুন বলে এড়িয়ে যান তিনি ।
ভুক্তভোগীর পরিবার বলছেন কাশিমপুর থানার এএসআই শিবলু বর্তমানে মামলা না নিয়ে তালবাহানা করে বিভিন্ন মাধ্যমে বিষয়টি মিমাংসা করার জন্য চাপ প্রদান করেছে আমরা এবিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিচ্ছি।
এবিষয়ে কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম কে জানতে তার মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন এবিষয়ে তদন্ত চলমান।