বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও জামাত ইসলামের প্রার্থী নাম ঘোষণা গাজীপুরে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা গাজীপুরে জিয়া মঞ্চের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ সংবাদ সম্মেলন “এসআই (নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে পদোন্নতির ২০২৩ খ্রি. সনের ২য় ষাণ্মাসিক বিভাগীয় পরীক্ষা অনুষ্ঠিত বিশেষ অভিযানে  ডিবি (দক্ষিণ) কর্তৃক ইয়াবা, হেরোইন, ফেনসিডিল ও ট্যাপেন্টাডল উদ্ধার সহ গ্রেফতার ০৫।  দিরাই থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১ মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির(সহ-সম্পাদক)নিযুক্ত হয়েছেন সাংবাদিক জিএম মামুন পটুয়াখালী ভার্সিটিতে, কুরআনের শিক্ষা ও রমাদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। কাশিমপুরে ৫৯৯ তম স্বপ্না সুপার শপ শুভ উদ্বোধন করলেন বিএনপির নেতা মোস্তফা মিয়া

জমকালো আয়োজনে মোমেনা বেগম পাবলিক স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, হাসমত
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, হাসমত :

গাজীপুরের কাশিমপুর পানিশাইল ১ নং ওয়ার্ডে অবস্থিত মোমেনা বেগম পাবলিক স্কুল এন্ড কলেজে গত মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, এক জমকালো আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব মোঃ সাইফুল ইসলাম সরকার, যিনি ১ নং ওয়ার্ড গাজীপুর সিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ আব্দুর রহিম খান।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুল হাসান, প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসা, বিকেএসপি, সাভার, ঢাকা। তিনি তার বক্তব্যে শিক্ষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। মোমেনা বেগম পাবলিক স্কুল শাখা থেকে কলেজে শাখা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বি এন পি নেতা জনাব মোঃ সুরুজ্জামান গায়েন। ক্রিয়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জায়েদ আলী মোল্লা সুপারমার্কেটের স্বত্বাধিকারী মোঃ আসাদুল ইসলাম মোল্লা। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপি গাজীপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আক্কাস মৃধা, ফরহাদ হোসেন, মোঃ সাইফুল ইসলাম মন্ডল, মোহাম্মদ তাহিরুল ইসলাম মৃধা, রাশেদুল মন্ডল, মোহাম্মদ মীর হোসেন মিরু, মোঃ বেলাল হোসেন গায়েন, মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, মোহাম্মদ নুরুল আলম সরকার, মোঃ মাসুদ মোল্লা, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মোল্লা, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মন্ডল, মোহাম্মদ রাকিবুল ইসলাম রকি গাইন, মোহাম্মদ রফিকুল ইসলামসহ আরও অনেকে। এছাড়াও, ১ নং ওয়ার্ড কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, মোমেনা বেগম পাবলিক স্কুল এন্ড কলেজ। সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ আল-আমিন হোসেন, সিনিয়র সহ-সভাপতি, ১ নং ওয়ার্ড যুবদল ও সহ-সভাপতি, পরিচালনা কমিটি, মোমেনা বেগম পাবলিক স্কুল এন্ড কলেজ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা রকম ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিক্ষার্থীদের উদ্যম ও সৃজনশীলতা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে।

এই দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সকাল থেকে শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের শারীরিক দক্ষতা ও দলগত মনোভাব প্রদর্শন করে। বিভিন্ন খেলাধুলা নানা ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। অভিভাবকরাও তাদের সন্তানদের উৎসাহিত করতে এবং কিছু ইভেন্টে অংশ নিয়ে রশি টানাটানি খেলায় অংশ নেয় এবং অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।

সন্ধ্যায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীদের পরিবেশনায় নাচ গান,।স্থানীয় সংস্কৃতির প্রতিফলন ঘটে এমন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, বরং তাদের সার্বিক বিকাশ নিশ্চিত করা। এই আয়োজন তারই একটি অংশ।” পড়াশোনার দিক দিয়েও আমাদের শিক্ষার্থীরা অন্যান্য স্কুলের চেয়ে অনেক এগিয়ে।

মোমেনা বেগম পাবলিক স্কুল এন্ড কলেজের এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় স্কুল কর্তৃপক্ষ অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামী বছরেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102