স্টাফ রিপোর্টার, হাসমত :
গাজীপুরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিএমপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
মহানগরের কাশিমপুর থানা সংলগ্ন সারদাগঞ্জের ৪ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ মার্চ সোমবার বাদ আসর কাশিমপুর থানা সংলগ্ন এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী সাইদুল আলম বাবুল। ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সদস্য
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম মনজুরুল করিম রনি। গাজীপুর মহানগরের বিএনপির সাধারণ সম্পাদক
মো: হান্নান মিয়া হান্নু, সাবেক কাউন্সিলর, গাজীপুর মহানগরের সাবেক ১ নং যুগ্ন আহবায়ক।
,অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম গেদা মাতব্বর উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কাশিমপুর থানা শাখার, বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানবতার অগ্রযাত্রার প্রতীক। তার অবদান জাতি কখনো ভুলবে না। আমরা সবাই তার সুস্থতা কামনা করছি এবং দোয়া করি, আল্লাহ তাকে দ্রুত সুস্থ করুন।”অন্তর্বর্তীকালীন সরকারকে খুব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার নির্ধারণ করার সুযোগ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান সাইদুল আলম বাবুল।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। এ সময় উপস্থিত সকলকে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের উন্নতি কামনা করে দোয়া করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন এবং তার সুস্থতা কামনায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়ে আসছে। সবশেষে দোয়া মাহফিলের পর সকলকে ইফতার করার জন্য তবারক বিতরণ করা হয়।