নিজস্ব প্রতিবেদক মোঃ জামাল আহমেদ
গাজীপুরে মহানগরের কাশিমপুরে জমকালো আয়োজনে ৫৯৯ তম স্বপ্না সুপার শপ শুভ উদ্বোধন করলেন বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতি হাজী মোঃ মোস্তফা মিয়া।
শুক্রবার ১৪ই মার্চ বাদ আসর ফিতা কেটে এই নতুন শাখার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন হাজী মোস্তফা মিয়া, তিনি ৪ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, সম্মানিত ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী। উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়, সেখানে সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। এরপর উপস্থিত সকলের মধ্যে ইফতার বিতরণ করা হয়, যা রমজান মাসের পবিত্রতা ও সম্প্রীতির পরিবেশ তৈরি করে।
স্বপ্ন সুপার মার্কেটের এই নতুন শাখা স্থানীয় জনগণের জন্য আরও বেশি সুবিধা ও আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তারা আশা প্রকাশ করেন যে, এই মার্কেট এলাকাবাসীর দৈনন্দিন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হাজী মোস্তফা মিয়া সংক্ষিপ্ত বক্তব্য কাকে বলেন, এই এলাকায় এমন একটা সুপার মার্কেট দীর্ঘদিন থেকে আমার ইচ্ছা ছিল এখানে একটি সুপার শপ চালু করার জন্য। আমরা ৫৯৯ তম স্বপ্ন সুপার মার্কেট এই এলাকায় উদ্বোধন করতে পেরেছি। এলাকাবাসীকে বলব এখানে হরেক রকমের কোয়ালিটি সম্পূর্ণ মালামাল ন্যায্য মূল্যে বিক্রয় করা হয়, আপনারা এখান থেকেই কেনাকাটা করবেন। স্বপ্নর সমৃদ্ধির উত্তর উত্তর বৃদ্ধির কামনা করছি “এই মার্কেট স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। আমরা এলাকার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং স্বপ্ন সুপার মার্কেটের এই উদ্যোগকে স্বাগত জানাই।”
স্থানীয় বাসিন্দারা নতুন মার্কেটের উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন এবং এটি তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও সুবিধাজনক করবে বলে আশা প্রকাশ করেছেন।
স্বপ্ন সুপার মার্কেটের ৫৯৯ নং শাখার উদ্বোধন গাজীপুরের কাশিমপুর এলাকায় নতুন একটি বাণিজ্যিক অধ্যায়ের সূচনা করেছে, যা স্থানীয় অর্থনীতি ও সম্প্রদায়ের উন্নয়নে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।