বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি ও তার সহযোগী ১০(দশ) বোতল ফেন্সিডিলসহ আটক ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির জরুরি মিটিং সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে সুবিধাবাদী নেতায় ভরা আশুলিয়া: আওয়ামী লীগ থেকে বিএনপিতে রাজনৈতিক পালাবদল খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মোশাররফ গ্রেফতার ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ  ছিনতাইকারী মানিককে গ্রেফতার পুলিশ মোটরসাইকল ও দেশীয় অস্ত্রসহ পেশাদার  ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ২০,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি। ধানমন্ডিতে প্রাইভেটকার হতে চাঁদা আদায় করা সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ইসরাইলি নৃশংস গণহত্যার  প্রতিবাদে কাশিমপুরে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ গাজীপুরে মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা আটক

পটুয়াখালী ভার্সিটিতে, কুরআনের শিক্ষা ও রমাদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গ্রীণ ফোরামের আয়োজনে “কুরআনের শিক্ষা ও রমাদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 ১৬ মার্চ দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ এর সভাপতিত্বে ও গ্রীণফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আব্দুল মাসুদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ।

উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, গ্রীণফোরামের অন্যান্য নেতৃস্থানীয় শিক্ষকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

সেমিনারে বক্তারা কুরআনের বিভিন্ন আয়াত ও রমজানের করণীয় ও ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ বলেন, “কুরআনের আলোচনা একবছর বা একদিন বা দুইদিনে শেষ করা যাবে না। আমরা প্রায় একা একা ইফতার করি। কিন্তু খাবার সামনে রেখে ইফতারের সময় না হওয়া পর্যন্ত কেন খাই না। কারণ, মনে করি আল্লাহ আমাদের দেখছেন।”

 প্রধান আলোচক ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ কুরআনের বিভিন্ন আয়াত নিয়ে আলোচনা করেন এবং তিনি বলেন, “কুরআন হলো আমাদের গাইডলাইন। এটা ফলো করলে জীবনে সফলতা আসবে অন্যথায় জীবনে ধ্বংস আসবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা সবসময় যেন সেভাবে চলতে পারি ও কুরআনের শিক্ষায় নিজেকে গড়ে তুলতে পারি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “গ্রীণ ফোরাম আমাদের মধ্যকার শিক্ষাটাকে শাণিত করার আয়োজন করেছেন। রমাদান শুধু রোজার মাস নয়, এটি আত্মশুদ্ধির, ধৈর্য ও তাকওয়ার মাস। কুরআন আমাদের জীবনের সর্বোত্তম পথপ্রদর্শক, যা আমাদের সত্য, ন্যায় ও নৈতিকতার শিক্ষা দেয়। তাই এই মাসে কুরআনকে বোঝার, পড়ার ও তার উপর আমল করার প্রতিজ্ঞা করা উচিত।

তিনি আরও বলেন, আমাদের প্রিয় নবী (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যে কুরআন শেখে ও অন্যকে শেখায়।” (সহিহ বুখারি) তাই আসুন, আমরা কুরআনের শিক্ষা গ্রহণ করি, আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কুরআনের আদর্শ অনুসরণ করি।

তিনি এই মহতী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।। #

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102