নিজস্ব প্রতিনিধি
শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনেরচর থেকে মানব পাচার সহ একাধিক মামলার আসামী আলমগির মল্লিককে (৪০) গ্রেফতার করেছে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। ২৮ মার্চ তারিখে জাজিরা থানা পুলিশের সহযোগিতায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আটক আলমগির মল্লিক জাজিরা উপজেলার সেনেরচরের মৃত ওয়াহাব মল্লিকের ছেলে।
জনৈক নুর নাহার এর দায়ের করা মানব পাচার মামলায় আলমগির মল্লিককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৮ মার্চ গভীর রাতে জাজিরার সেনেরচর গ্রামের নিজ বসত বাড়ী থেকে আলমগির মল্লিককে মানব পাচার মামলায় গ্রেফতার করে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়।
মামলা সুত্রে জানা যায়, আলমগির মল্লিক নুর নাহারকে সৌদিআরব পাঠানোর কথা বলে প্রথমে ৩ লাখ টাকা নেন। পরবর্তিতে তাকে ভুয়া ভিসা ও বিমানের টিকেট দিয়ে ২০ জানুয়ারি ২০২৫ তারিখে ফ্লাইট দেওয়ার কথা বলে ১৯ জানুয়ারি অফিসে নিয়ে গিয়ে আরো ২ লাখ টাকা নেয় এবং পরবর্তিতে তাকে সৌদিআরব না পাঠিয়ে ৩ দিন আটকিয়ে রাখে এবং এক পর্যায়ে বাদী পালিয়ে আসতে সক্ষম হয়।
মামলা সুত্রে আরো জানা যায়, মামলার অপর আসামিরা হলেন (১) রাজ্জাক মাতবর (৫০), (২) ফারুক মাতবর (৪০), (৩) কামরুজ্জামান মাতবর ( ৩৬), সর্ব পিতা – মৃত হোসেন আলী মাতবর, (৪) ইমরুল কায়েস হাওলাদার (২৮), (৫) লিমন হাওলাদার (৩১), সর্ব পিতা – রব হাওলাদার, (৬) টিটু মাতবর (৩৮) পিতা – আলী মাতবর।
উল্লেখ্য গ্রেপ্তারকৃত আসামী আলমগির মল্লিকের নামে এর আগেও একাধিক মামলা রয়েছে। মামলাসমূহ (১) শরিয়তপুর জেলার জাজিরা থানার মামলা নং ০৩, তারিখ – ০৪/০৭/২০২০, ধারা মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭,৮,১০ (২) শরিয়তপুর জেলার জাজিরা থানার মামলা নং ১৫, তারিখ ২৯/১২/২৪, ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৪২৭/৩৮০/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড (৩) শরিয়তপুর জেলার জাজিরা থানার মামলা নং ০৩ তারিখ – ০৯/০৭/২০১২, ধারা ১৪৩/৪৪৭/৩৭৯/৫০৬(২) পেনাল কোড, (৪) শরিয়তপুর জেলার জাজিরা থানার জিআর ১২৭, তারিখ – ০৭/০৯/২০০৮ , ধারা ৭/৮, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধনী ২০০৩), (৫) শরিয়তপুর জেলার জাজিরা থানার জিআর – ১২১, তারিখ – ১০/০৯/২০০৭, ধারা ৩৮৫/৩৮৬ পেনাল কোড (৬) বৈষম্যবিরোধী আন্দোলনে ভাটারা থানার ইমন হত্যা মামলা, মামলা নাম্বার ৩৩ তারিখ – ১৬/০২/২০২৫, (৭) বৈষম্যবিরোধী আন্দোলনে নিউমার্কেট থানায় তার নামে হত্যা মামলা রয়েছে।