নিজস্ব প্রতিনিধি
ইং ১১/০৫/২০২৫ তারিখ ২০.৩০ ঘটিকার সময় জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া সাকিনস্থ সুবেদা বেগম@ জুলে মাও@তুলে মাও(৫৫), স্বামী-মৃত আব্দুর রশিদ এর বসত বাড়ির ভিতরে হইতে ০৫(পাঁচ) কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।
আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানাঃ ০১। মোঃ আব্দুল আলী@আব্দুল গুরু(৭০), পিতা-মৃত মাতবর আলী, সাং-বাট্টাজোড় পূর্ব পাড়া, ইউপি-বাট্টাজোড়, থানা-বকশীগঞ্জ, জেলা-জামালপুর।
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৫(পাঁচ) কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করেন এসআই(নিঃ)/মোঃ আসাদুজ্জামান, এসআই(নি:)/সুমন চন্দ্র সরকার এর সমন্বয়ে গঠিত ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল।
উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।