নিজস্ব প্রতিনিধি মোঃ জামাল আহমেদ
গাজীপুরের কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ি এলাকার একটি জঙ্গল থেকে বারেক শেখ (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি জামালপুর জেলার বাসিন্দা। তিনি কাশিমপুর এলাকায় সাত্তার মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
কাশিমপুর থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মৃধা বাড়ি এলাকার একটি নির্জন জঙ্গল থেকে বারেক শেখের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল কিনা বা মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবু নাসের আল আমিন জানান, “আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং তারপর যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং প্রতিবেশী ও সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
স্থানীয়রা জানান, বারেক শেখ দীর্ঘদিন ধরে এলাকায় ভাড়া থাকলেও খুব একটা মিশুক ছিলেন না। তার সঙ্গে তেমন কারো বিরোধ ছিল বলেও জানা যায়নি।
পুলিশ বলছে, এটি স্বাভাবিক মৃত্যু না, হত্যাকাণ্ড কিনা তা ময়নাতদন্ত ও তদন্ত শেষে স্পষ্ট হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে