নিজস্ব প্রতিনিধি
১৫/৬/২০২৫ খ্রি. রাত ২০.৫০ ঘটিকায় জামালপুর সদর থানাধীন বেলটিয়া খুপিবাড়ী সাকিনস্থ “মোজাম্মেল সাইকেল স্টোর” এর সামনে হতে ২০ (বিশ) পিস Tapentadol Tablet সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতদের নাম-ঠিকানা:
১। মোঃ নূর হোসেন @ গুতু (২৩)
পিতা: মো. রফিক এবং
২। মোঃ রায়হান আলী @ রেহান (৪০)
পিতা: মৃত আমির হামজা
উভয় সাং-কৃষ্ণচরণপুর
জামালপুর সদর, জামালপুর।
জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম সেবা, পুলিশ সুপার জামালপুর মহোদয়ের নির্দেশনায় অভিযান পরিচালনা করে বর্ণিত মাদক ব্যাবসায়ীদ্বয়কে আটক করেন এসআই(নিঃ)/আব্দুল্লাহ আল আজাদ ও এসআই(নিঃ)/আব্দুল মতিনদ্বয়ের সমন্বিত ডিবি-১ এর একটি চৌকস আভিযানিক দল।
উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।