
নিজস্ব প্রতিনিধি
বাসন মেট্রো থানা মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসন মেট্রো থানা মহিলা দলের আহ্বায়ক মমতাজ মহল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নার্গিস আক্তার।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
কেন্দ্রীয় মহিলা দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদিকা মোছা. আনোয়ারা বেগম।
এছাড়া আরও বক্তব্য দেন মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা খাদিজা আক্তার বীনা,
যুগ্ম সাধারণ সম্পাদিকা দীপা চৌধুরী ও সাবিহা আক্তার,
সাংগঠনিক সম্পাদিকা মোছা. সোহেলী সুলতানা,
বাসন থানা মহিলা দলের যুগ্ম আহ্বায়িকা হালিমা আক্তার, শ্যামা তাহিরা এবং নাসরিন আক্তার প্রমুখ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দ্রুত রোগমুক্তি কামনা করা হয়।