
মোঃ আকরাম হোসেন স্টাফ রিপোর্টার
রাজধানী কড়াইলে পুড়ে যাওয়া বস্তিবসীর পাশে দাঁড়ালেন নিউ পার্সনা বিডি র নারী উদ্যোক্তা সাভার এর জান্নাতুল ইসলাম সুমি। এ সময় তার সাথে সংযুক্ত ছিলেন ঝিনাইদাহ এর কৃতি সন্তান রিয়া পারভীন।শনিবার ২৯ শে নভেম্বর দুপুর ১.৩০মিনিটে পাঁচশত মানুষের খাবার,ও সুপেয় পানি,শিশুদের বস্ত্র সহ নিত্তপ্রয়োজনীয় দ্রব্য দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এ নারী উদ্যোক্তা জান্নাতুল ইসলাম সুমি।মানুষের কল্যাণে কাজ করে আত্ব মানবতা কেন্দ্রীক বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান থেকে চার চারবারের আ্যাওয়ার্ড পেয়েছেন এ নারী উদ্যোক্তা জান্নাতুল ইসলাম সুমি।কড়াইল বস্তিবাসীর সুখে দুঃখে পাশে থাকবেন ও তার নিজের সাধ্য অনুযায়ী সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে এ নারী উদ্যোক্তা জান্নাতুল ইসলাম সুমি বলেন,মানুষ মানুষের জন্য,আমি মনে করি মানবকল্যাণে কাজ করতে বড় কোনো নেতা নেত্রী হওয়া লাগেনা,বড় কোনো পদের প্রয়োজন হয়না।মনুসত্ব বিবেক জাগ্রত থাকা লাগবে।আমি রাজনৈতিক কোনো নেত্রী নই,আমার কোটি কোটি টাকার কোনো ব্যবসা নেই।তারপরেও মানুষ কোনো বিপদে আমি বসে থাকতে পারিনা।মানুষের কল্যানে আমি আমার সাধ্য অনুযায়ী সহায়তা প্রদান করে চলেছি।আমি কখনো দেশ ও দেশের বাহিরে থাকা কারো কাছে কখনো হাত পেতে সহযোগিতা চাই নাই।আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করি ও সারাজীবন চেষ্টা করবো মানুষের কল্যানে কাজ করার।দেশের সকল বিত্তবানদের প্রতি অনুরোধ করবো পুড়ে যাওয়া সহায় সম্বলহারা বস্তিবাসীর জন্য আপনার সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন।আসুন মানুষের কল্যানে কাজ করি।এই দেশ ও সমাজের হতদরিদ্র অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসুন আপনিও।আমার জন্য দোয়া করবেন আমার ছোট্র প্রতিষ্ঠান নিউ পার্সনা বিডির জন্য দোয়া করবেন।আমি সকল মানুষের কাছে এতটুকু দোয়া চাই যে,আমার জন্য দোয়া করবেন আমার মৃত্যু যেনো মানুষের কল্যানের মধ্যদিয়ে হয়।দোয়া রহিলো কড়াইল বস্তিবাসী সহ,দেশ ও দেশের বাহিরে থাকা সকল শ্রেনী পেশার মনুষের জন্য।
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2025 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.