
নিজস্ব প্রতিনিধি
শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর পুলিশ লাইন্স বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম
সরজমিনে পরিদর্শন করেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম।
রবিবার (৩০ নভেম্বর ) সকাল ৯:৩০ ঘটিকায় পরিদর্শন উপলক্ষে পুলিশ লাইন্সে উপস্থিত হলে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার, শেরপুর মহোদয়কে "গার্ড অব অনার" প্রদান করে।
পরে নবাগত পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সের অভ্যন্তরে জেলা পুলিশের অস্ত্রাগার ও পুলিশ লাইন্স মেস সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের পূর্বে তিনি পুলিশ লাইন্সে অবস্থিত বিভিন্ন দপ্তরের ইনচার্জ ও
উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, মেডিকেল অফিসার ডঃ শিবলী সামিউল তুষার,শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব জুবায়দুল আলম, আরআই পুলিশ লাইন্স জনাব মোঃ ইসরাফিল হোসেন-সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : জামাল আহমেদ
ই-মেইল : Jamalahammad06@gmail.com
ফোন : 01999909976
Copyright © 2025 দৈনিক সংবাদ বাংলাদেশ. All rights reserved.