গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেন শ্রমিকেরা পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা।
বর্তমানে যাদের বেতন ৭ থেকে ৮ হাজার টাকা তাদের বেতন ২৩ হাজার টাকা করার দাবি জানায়। সকাল ৯ টা থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় আরো আশপাশের লগোজ অ্যাপারেলস, হাইড্রো অক্সাইড সোয়েটার কারখানা, এপিএস অ্যাপারেলস, বে ফুটওয়ার কারখানার শ্রমিকরা।
এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ কয়েক দফায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করেও তাদের মহাসড়ক থেকে সরানোর জন্য। পরে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ টিয়ার শেল ছুড়ে লাঠিপেটা করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নেয়।
কালিয়াকৈর থানাও মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে এবং সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। কিন্তুু শ্রমিকরা কোন কথা না শোনায় আমরা লাঠিচার্জ করতে বাধ্য হয়েছি।