নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কাশিমপুরে মহানগর নাশকতার অভিযোগে ৩ বিএনপি কর্মী আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
শনিবার(১৮ নভেম্বর)রাতে অভিযানে গাজীপুর মহানগরীর কাশিমপুরের ২ নং ওয়ার্ডের লৌহাকৈর এলাকা থেকে শেখ শহিদুল ইসলাম স্বপন এবং ৩ নং ওয়ার্ডের বারেন্ডা এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন জুয়েল ও সাদ্দাম মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম রাফি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামিরা গত ৫ ও ৬ নভেম্বর চন্দ্রা-নবীনগর মহাসড়কের মোজারমিল এলাকায় বিএনপির দুই দিনের অবরোধ কর্মসূচি ও অগ্নি-সন্ত্রাস ও নাশকতা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে তাদেরকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।