গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন
গাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দিনে দুপুরে মহড়া দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করার অভিযোগ। বিষয়টি জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল দিয়ে সাময়িক প্রতিকার পেলেও আতংকে রয়েছে ভুক্তভোগী পরিবার।
শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ফরিদপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে আদালত কর্তৃক জমিতে ফৌঃ কাঃ আইনের ১৪৫ ধারা মতে শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্তে আদালতের আদেশ অমান্য করে সোমবার সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে জমি জবর দখল করে চেষ্টা করে একটি অসাধু চক্র।
অভিযোগ উঠেছে, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনের ইন্ধনে খুঁটি বাহিনীর লোকজন নিয়ে জমি দখলের চেষ্টা চালায় অভিযুক্ত আব্দুস সালাম ও আফির মোল্লা। পরে জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে কাজ বন্ধ করে দেয়। তার কিছুক্ষন পর আবারও কাজ শুরু করে দখলকারীরা।
মিজানুর রহমানের স্ত্রী শাহীনুর বেগম বলেন, স্থানীয় খোকন চেয়ারম্যান এর অনুমতি নিয়েই তারা দিনে দুপুরে আমাদের জমি দখল করে নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন আমার জমি দখল করার অনুমতি কি খোকন চেয়ারম্যান দিতে পারে?
ভুক্তভোগী মিজানুর রহমানের কন্যা আমিনা আক্তার পলি বলেন, এই জমিটি নিয়ে প্রতিনিয়তই আমাদের হেরেজ হয়রানি করা হচ্ছে। একপর্যায়ে জোর পূর্বক আমাদের কাছ থেকে জমিটি অবৈধভাবে দখল করার চেষ্টা করে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়িতে এবিষয়ে দু’পক্ষের আলোচনা শেষে আমরা জমিতে এসে দেখি দখলকারীরা জমির উপর দেওয়াল নির্মাণ কাজ করছে। তিনি আরো বলেন, দখলকারীরা সাবেক এমপি মরহুম এড. রহমত আলীর ছেলে দূর্জয় ও বর্তমান সরকার দলীয় মনোনয়ন প্রাপ্ত রুমানা আলী টুসির দলের লোক। তাদের পাওয়ারেই দখলকারীরা আমাদের জমি দখলের চেষ্টা করছে।
অভিযুক্ত আফির উদ্দিন আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দিতে রাজী না হলেও তবে তিনি অকপটে স্বীকার করেছেন জমির উপর মামলা আছে।
এই বিষয়ে জানতে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে পুলিশ বলছে, জমি জমার বিরোধ নিস্পত্তি করবে আদালত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।
এদিকে দিনে দুপুরে ব্যবসায়ীর জমি দখলে নেয়ার ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয়রা প্রশাসনের নিকট নির্বাচনকে সামনে রেখে জমি দখলকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।