মোঃ জাহিদ নিজস্ব প্রতিবেদক
গাজীপুর মহানগরের কাশিমপুরের ১নং ওয়ার্ডের পদ্মা হাউজিং সমবায় সমিতির মালিকদের বিরুদ্ধে অভিযোগ করেন ইয়াসমিন আক্তার, তার মায়ের ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়ে।
পদ্মা হাউজিং সমবায় সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম পাঠান,টিপু সুলতান ও খোকন গণদের বিরুদ্ধে ইয়াসমিন গণদের জমি জবরদখল করার চেষ্টার অভিযোগ
১৫- ডিসেম্বর দুপুর ১২টা সময় ইয়াসমিন আক্তার তার নিজের জমিতে যাওয়ার জন্য পদ্মা হাউজিং সমবায় সমিতির গেটের সামনে গেলে তাকে বাধা সৃষ্টি করেন পদ্মা হাউজিং এর সিকিউরিটি গার্ড এবং গেটে তালা লাগিয়ে দেন সিকিউরিটি গার্ড। ডিউটিরত সিকিউরিটি গার্ড বলেন পদ্মা হাউজিং এর সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর কথা না শুনলে জমিতে যাওয়া যাবে না এরকম হুমকি প্রদান করেন, তিনি আরও বলেন জাহাঙ্গীর আলম ও খোকন, টিপু সুলতানের কথা না শুনলে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবেন না । কিছু দিন আগেই
পদ্মা হাউজিং নির্মাণ কাজে বাধা প্রদান ও চাঁদা চাওয়ায় ১ টিপু সুলতান ২-জাহাঙ্গীর আলম,৩- খোকন গংদের বিরুদ্ধে কাশিমপুর থানা চাঁদাবাজি মামলা হয় এতে টিপু সুলতানকে গ্রেফতার করে কাশিমপুর থানা পুলিশ,
গতকাল বুধবার (১৩)ডিসেম্বর গ্রেফতার করা হয় টিপু সুলতান কে
ইয়াসমিন আক্তার বলেন
গাজীপুর কাশিমপুরের ১নং ওয়ার্ডের দক্ষিণ পানিসাইল মৌজা এস এ ৯৪ আর এস ১৩৪ দাগে মোট ৮৭ শতাংশ জমি ইহারকাতে ৫৪ শতাংশ ওয়ারিশ সূত্রে জমির মালিক ,ইয়াসমিন আক্তার, নাহার বেগম, রুমানা আক্তার, সুমা আক্তার, গন মাতার ওয়ারিশ সূত্রে মালিক নিযুক্ত হইয়া ভোগ দখল করে আসিতেছিলো, এবং উক্ত জমিতে একটি নির্মাণ শ্রমিকদের জন্য টিন সেট ঘর ও বিভিন্ন নির্মাণাধীন সামগ্রী ও একটি বৈদ্যুতিক মিটার সহ যার মূল্য সর্বমোট ৬ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় টিপু সুলতান গং বলে জানান ইয়াসমিন আক্তার। এবং গ্রেপ্তারকৃত টিপু সুলতান উক্ত জমি কিছুদিন যাবত জবরদখল করার চেষ্টা করে আসছিল গত ২৭ /১১/২০২৩ ইয়াসমিন আক্তার সীমানা নির্ধারণের জন্য গেলে
অভিযোগ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত টিপু সুলতান সহ ১৫-২০ জন বাধার সৃষ্টি করে এবং ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে, ১০ লক্ষ টাকা চাঁদা না দিলে জমিতে নির্মাণ কাজ করিতে দেবে না বলে ও প্রাণনাশের এবং লাস গুম করার হুমকি প্রদান করে, ইয়াসমিন আক্তার বলেন আমি এর সুষ্ঠু বিচার চাই।