স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন
শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। অবহেলার ফলে শিশুর মৃত্যুর ঘটনায় মামলা নিতে অনীহা জিএমপি সদর থানার পুলিশের। সংবাদ সংগ্রহ করতে গেলে হাসপাতালে কর্তব্যরত আনসার বাহিনীর সদস্যরা গণকন্ঠের গাজীপুরের প্রতিনিধিকে বাঁধা প্রদান করে।
সোমবার (০১ জানুয়ারী) রাত অনুমান ০৮ঃ৩০ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এঘটনা ঘটে । স্থানীয় জনতাসহ মৃত শিশুর আত্মীয় স্বজনরা ভাঙচুর করিতে চাইলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃত জান্নাতুল (০৩) গাজীপুর মহানগরীর জিএমপি সদর থানার ছোট দেওড়া এলাকার মোঃ অঞ্জু মিয়ার মেয়ে।
জানা যায়, রবিবার সন্ধ্যায় শিশুটি খেলার সময় অসাবধানতাবসত তেলাপোকার বিষ খায়। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে সঠিকভাবে চিকিৎসা না দেওয়া মৃত্যু হয় বলে স্বজনদের জানান।
এদিকে চিকিৎসকদের গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ এনে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের প্রতি ক্ষীপ্ত হয় স্থানীয় জনতা।
এ বিষয়ে মৃত শিশুর চাচা ও বাবা অভিযোগ করে জানান, আহতাবস্থায় যখন জান্নাতুলকে হাসপাতালে নেওয়া হয়; তখন চিকিৎসক সঠিকভাবে চিকিৎসা না করে গাফিলতি করে শিশুটিকে মৃত ঘোষণা করে বিদায় করে দেয়। কিন্তু বাড়ীতে নেওয়ার পর শিশুটির শ্বাসপ্রশ্বাস চলতে থাকলে পুনরায় হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার শিশু ওয়ার্ডে প্রেরণ করে। ততক্ষণে শিশুটি মারা যায়।
হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের পদে পদে যে হয়রানিতে পড়তে হয়। হাসপাতালের চিকিৎসকদের দায়িত্ব অবহেলাসহ নানারকম অনিয়মে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রুচি জানান, শিশুটি মৃত অবস্থায় হাসপাতালে এসেছে। দ্রূত শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে প্রেরণ করা হলে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।
এ ব্যাপারে জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, এঘটনায় ওসি (তদন্ত) মহিউদ্দিনকে পাঠিয়েছি।
চিকিৎসকের বিরূদ্ধে মামলা নেওয়ার বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) মহিউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি কৌশলে এড়িয়ে যায়।