মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিবেদক
গাজীপুর কাশিমপুরে সম্পত্তির লোভে বৃদ্ধ পিতাকে মারধর ও রক্তাক্ত জখম করার অভিযোগে সন্তান আশরাফুল আলমকে গ্রেফতার করেছেন কাশিমপুর থানা পুলিশ।
বুধবার (১০-০১-২০২৪) রাতে গাজীপুরের কাশিমপুর থানাধীন ১নং ওয়ার্ডের নবী টেক্সটাইল এলাকায় সফর উদ্দিন(৭৯) এর নিজ বাড়ীতে সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য চিৎকার করেন ছোট সন্তান
আশরাফুল আলম সবুজ (৩৬)। বৃদ্ধ পিতা সফর উদ্দিন কিছু না বলে রুম থেকে বের হতে চাইলে তাৎক্ষণিক পিতার নাকে ঘুসি ও এলোপাতাড়ি মারধর শুরু করে কুলাঙ্গার সন্তান আশরাফুল আলম সবুজ। এক পর্যায়ে ঘরের পাশে থাকা বাশেঁর লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকলে বৃদ্ধ পিতার চিৎকারে পরিবারের অন্যান্যরা সদস্যরাএসে থামায়। পরে কাশিমপুর থানায় বিষয়টি জানালে, ভুক্তভোগী নিজে বাদী হয়ে কাশিমপুর থানা অভিযোগ করলে কাশিমপুর থানা তদন্ত ওসি মামুনুল হকের নেতৃত্বে অভিযুক্ত সন্তানকে গ্রেফতার করে কাশিমপুর থানা পুলিশ।
বৃদ্ধপিতা সফর উদ্দিন (৭৯) শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।