জহির হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ৬জন প্রশিক্ষিত যুবকদের মাঝে তিন লক্ষ ষাট হাজার টাকার ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজের নেছার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বহী কর্মকর্তা অন্জন দাশ। এসময় সহকারি কমিশনার ভূমি মনিরা খাতুন, উপজেলা সিনিয়র মসৎ কর্মকর্তা এমদাদুল হক, আইসিটি কর্মকর্তা শূভ্রজিৎ রায়, বিআরডিবি কর্মকর্তা আব্দুর সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগান সামনে রেখে একটি বর্নাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।