হাসমত, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর মহানগরীর শাহ মখদুম ট্রাক টার্মিনাল হতে ৪ জন চাঁদাবাজ ও কাঁটাখালীর বাস স্ট্যান্ড হতে ৩ জন চাঁদাবাজ চক্রের সদস্য গ্রেপ্তার করেছে র্যাব-৫,
গতকাল রবিবার ৪ ফেব্রুয়ারি ২০২৪ বিকেল ৪ ঘটিকায় রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার শাহ মখদুম ট্রাক টার্মিনাল থেকে চাঁদাবাজ চক্রের মূল হতাসহ ৪ জন কে গ্রেফতার করেছে র্যাব-৫,। রাজশাহী মহানগরীর কাটাখালি বাস স্ট্যান্ড থেকে অভিযান পরিচালনা করে বাসস্ট্যান্ডের চাঁদাবাজ চক্রের মূল হোতা সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব -৫। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচার, রশিদ, টোকেনের মাধ্যমে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার ও লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছিল যদি কোন চালক চাঁদা দিতে অস্বীকার করে তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করে বিভিন্ন সময় মারধর এবং গাড়ি ভাঙচুর করে। ট্রাক টার্মিনালের চাঁদাবাজ চক্রের মূল হোতা হারুপুর গ্রামের কাশিয়াডাঙ্গা থানার মৃত আসাদুজ্জামান এর ছেলে মোঃ আখতারুজ্জামান হেলেন, খোঁজাপুর গ্রামের মতিহার থানার মৃত এমাজ উদ্দিন এর ছেলে মো: আ: রাজ্জাক, তেরোখাদিয়া গ্রামের রাজপাড়া থানার মৃত আমির আলীর আলীর ছেলে মো: আ: কুদ্দুস, ও ভোলাবাড়ি বায়া বিমানবন্দর থানার মৃত সলিমুদ্দিন সরকারের ছেলে মোঃ মিন্টু। ও শাহমখুম বাস স্ট্যান্ডের চাঁদাবাজ চক্রের মূল হোতা বেলপুকুরিয়ার, বেল পুকুরিয়া থানার মাহবুব আলমের ছেলে মোঃ আশরাফুল ইসলাম, নামাজ গ্রামের পুঠিয়া থানার জাফ্ফর মন্ডলের ছেলে মো: মানিক ও একই গ্রামের ইমাজ উদ্দিন এর ছেলে নুরুলহুদাকে গ্রেফতার করেছে র্যাব -৫। এবং তাদের নিকট হতে চাঁদা আদায়ের রশিদ, ভাউচার টোকেন ও চাঁদাবাবদ উত্তোলিত নগ সর্বমোট ৬,৮০৫ টাকা ৬ টি মোবাইল ফোন জব্দ করে র্যাব । ধৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম ও কাটাখালী থানায় পৃথকভাবে চাঁদাবাজি মামলা চলমান রয়েছে বলে জানায় র্যাব।