মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কাশিমপুরে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন এর মাধ্যমে অসহায় দরিদ্র ১৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল।
শনিবার ( ৯মার্চ শনিবার) সকালে কাশিমপুরের ২নং ওয়ার্ডে অবস্থিত লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মনির হোসেন মন্ডল এর সৌজন্যে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
পরে দিনব্যাপী অসহায় ১৫ শতাধিক নারী পুরুষের স্বাস্থ্যপরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগ, গাইনি বিভাগ, নাক কান গলা বিভাগ, শিশু বিভাগ, চক্ষু বিভাগ, চর্ম বিভাগ ও ডেন্টাল বিভাগের চিকিৎসকগণ।
এ সময় ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মার্কেটিং বিভাগের ডেপুটি ডিরেক্টর বাবুল রুদ্রের নেতৃত্বে ১২ জন প্রফেসর সহ মোট ৩০ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন
এ ফ্রি চিকিৎসা ক্যাম্পেইনে রোগী ও চিকিৎসকদের সার্বিক সহযোগিতা করে বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন মন্ডলের নেতৃত্বে ২৫ জনের একদল যুব সমাজ।