মোঃ জামাল আহমেদ নিজস্ব প্রতিনিধি
মাহে রমজান উপলক্ষে গাজীপুরের কাশিমপুরে রমজান মোল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার(২৬ মার্চ)সন্ধ্যায় মহানগরীর কাশিমপুরের ১ নং ওয়ার্ডের রমজান মোল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের কার্যালয়ের প্রাঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে রমজান মোল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য ডা. আহাম্মেদ শরিফ রাজন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাশিমপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাসিক ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওসমান গনি লিটন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমজান মোল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা রমজান মোল্লা,কাশিমপুর থানা কৃষকলীগের সহ-সভাপতি মিনাজুল ইসলাম মিনহাজ,আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন দেলু,বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম।এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী অভিভাবকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রমজান মোল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ফরিদ হোসেন।এছাড়াও অনুষ্ঠানে ইফতারের পূর্বে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।