নিজস্ব প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ জাতীয় মহান স্বাধীনতা ও বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনি শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, পৌরসভা,স্বাস্থ্য কমপ্লেক্সে,মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান। পরে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সকাল ৮ টায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলওয়াত,জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও ফানুস উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে ও কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, শাহ জামাল ও শিক্ষক রুবেল এর সঞ্চালনায় শহীদদের স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল,বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক।
পরে প্যারেড ও কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ পুলিশ,আনসার,ফায়ার সার্ভিস,গার্লস গাইড,স্কাউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
রিয়াজুল ইসলাম মুছা
২৬/০৩/২০২৪